হ্যান্ডসাম যুবকের সঙ্গে রোমান্টিক মুডে রানাঘাটের রানু মন্ডল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
রানাঘাট স্টেশনে এক সময় বসে গান গেয়ে ভিক্ষা করতেন দিনে।

সোশ্যাল মিডিয়া আজকাল নানা ধরনের ভাইরাল ভিডিওতে ছাড়াছাড়ি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে জীবন পাল্টে গিয়েছে এরকম মানুষের উদাহরণ প্রচুর রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রানাঘাটের রানু মন্ডলের (Ranu Mondal) কথা। রানাঘাট স্টেশনে এক সময় বসে গান গেয়ে ভিক্ষা করতেন দিনে। পথ চলতি অতীন্দ্র নামের এক যুবকের মাধ্যমে তাঁর গান ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরেই রানু মন্ডলের ডাক পড়ে বলিউডে।
বলিউডের বিখ্যাত গায়ক ও মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার হাত ধরে গানের জগতে পথ চলা শুরু হয় রানু মন্ডলের। হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে একটি গানও গেয়েছেন তিনি। কিন্তু গানের কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি রানু মন্ডলের। যদিও সেটা একান্তই তাঁর নিজের দোষে। রানু মন্ডলের অহংকার ও সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহারই তাকে আবার পুরনো জায়গায় ফিরে যেতে বাধ্য করেছে। রানাঘাটের পুরনো ভাঙাচোরা বাড়িতেই তিনি থাকেন। কোনোমতে দিন চলে তাঁর। কোনো গানের রেকর্ডিং বা স্টেজ শো তে আর ডাকা হয় না রানু মন্ডলকে।
তবে মাঝেমধ্যেই রানু মন্ডলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। বিভিন্ন উঠতি ইউটিউবার রানু মন্ডলের সাথে ভিডিও করার জন্য ভিড় করে তাঁর বাড়িতে। আর সেই ভিডিও তাঁরা আপলোড করে থাকে ইউটিউব ও ফেসবুক পেজে। সম্পত্তির রানু মন্ডলের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে Mera Hal Bura Hai Lekin Tum Kaisi Ho Likhna’ গানে এক যুবকের সঙ্গে গলা মেলাচ্ছেন রানু মন্ডল। এই গানটি ‛Sirf Tum’ সিনেমার গান। মূল গানটি গেছিলেন অলকা ইয়াগণিক ও কুমার শানু।
এই ভিডিওটি ‛Rohan Shaw’ নামের এক ব্যক্তির (Facebook) প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যাও প্রচুর। এই ভিডিওটিতে রানু মন্ডলকে দেখা যায় হলুদ ব্লাউজ ও লাল রঙের শাড়িতে।