প্রকাশ্য মঞ্চে গায়ে জল ঢেলে উদ্দাম নাচ রচনা তিওয়ারির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জনপ্রিয় হারিয়ানভি অভিনেত্রী তথা নৃত্যশিল্পী রচনা তিওয়ারির একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর আগে বহুবার বিভিন্ন হারিয়ানভি ইন্ডাস্ট্রির তারকাদের স্টেজ পারফরম্যান্স দেখা গিয়েছে। যাদের মধ্যে অন্যতম একজন হারিয়ানভি তারকা হলেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। যার কোমরের ঠুমকাতে সর্বদাই ঘায়েল হয় তাঁর অগণিত ভক্তের দল। তবে স্বপ্নাকে ছাড়াও হারিয়ানভি ইন্ডাস্ট্রিতে রয়েছে এক সে বরকর এক সুন্দরী নায়িকা। সেরকমই একজন হারিয়ানভি হটবম্ব হলেন অভিনেত্রী রচনা তিওয়ারি (Rachna Tiwari)।
যত দিন যাচ্ছে তত বদলে যাচ্ছে মানুষের বিনোদন উপভোগের ধরন। আগে যেখানে মানুষ সংবাদপত্র, টেলিভিশন ও রুপোলি পর্দায় বিনোদন উপভোগ করতো বর্তমানে সেই জায়গাটা দখল করেছে মুঠোফোন। আর মুঠোফোন মানেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম। স্মার্টফোন ব্যবহার করেন অথচ সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত নন এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বর্তমান যুগের আট থেকে আশি প্রতিটি মানুষের হাতের নাগালে চলে এসেছে সোশ্যাল মিডিয়া। যার কারণে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকাদের ভিডিও হামেশাই ভাইরাল হয়ে চলেছে গোটা নেট দুনিয়া জুড়ে।
সম্প্রতি সেরকমই জনপ্রিয় হারিয়ানভি অভিনেত্রী তথা নৃত্যশিল্পী রচনা তিওয়ারির একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে দর্শক ভর্তি মঞ্চে দুর্দান্ত কায়দায় একটি জনপ্রিয় হারিয়ানভি গানে কোমর দুলিয়ে নৃত্য পরিবেশন করতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রচনা নাচতে নাচতে গরমে ঘেমে হয়ে গিয়েছন একসা। তাই একটি জলের বোতল থেকে জল ঢালছেন নিজের শরীরে।
নিজের শরীরে জল ঢালার পর আবার নাচতে আরম্ভ করে দেন তিনি। সম্প্রতি ইউটিউবে অভিনেত্রীর এই স্টেজ পারফরম্যান্সের ভিডিওটি আপলোড হতেই তা তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে গোটা নেট দুনিয়ার পর্দায়। আর স্বাভাবিকভাবেই ভিডিওটিতে লাইক করার পাশাপাশি ভিডিওটির কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তের দল।