×

বন্ধ গাড়ি চলাচল, রাস্তা পার হচ্ছে বিশালাকৃতির পাইথন সাপ, ভাইরাল ভিডিও

সাধারণত পাইথন অর্থাৎ অজগর সাপের বিভিন্ন প্রজাতিকেই পোষ্য হিসেবে বাড়িতে রাখতে পছন্দ করে বিদেশে একদল মানুষ।

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিমেষে গোটা পৃথিবীর সঙ্গে পরিচয় ঘটে যায়। কখন কোথায় কি ঘটছে, কে মারা যাচ্ছে, নতুন কোনো প্রাণীজগতের সৃষ্টি, সবটাই মুহূর্তে জেনে যাচ্ছি। পাশাপাশি তো এক একটা মজার মজার কান্ড-কারখানা থেকে শুরু করে একেকটা গা শিউরে ওঠার মতন ঘটনা। যা দেখে মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি তাজ্জবও হয়ে ওঠেন!

এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হল একটি গা শিউরে ওঠার ভিডিও। সাপকে প্রত্যেকটি মানুষই ভয় পায়, যা ছোট্ট হোক বা বড় হোক। সাপের নাম শুনলেই মনে পড়ে যায় বিষাক্ত ছোবলের কথা, যদিও এখন টিভির থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের সব ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। যা কিনা দেখে পাবলিকের চোখ কপালে উঠছে। তেমনি সম্প্রতি একটি ভয়ানক ভিডিও দেখে হতবাক হয়ে গেলেন সবাই, কি সেই কারণ! আসলে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী সাপ। মানুষকে দূর থেকে দেখলেই মানুষের হাড়হিম শুরু হয়ে যায়। তাও যদি সে হয় মানুষখেকো পাইথন সাপ, তাহলে তো কথাই নেই। মানুষ তার সামনে যাওয়ার আগে দশবার ভাববে। আসলে কথায় আছে পাইথনের লেজের ঝাপটা খুবই বিপজ্জনক। মানুষের শরীর তাতে পচে যায়।

এবার ভাইরাল ভিডিওতে উঠে এল, কালো রঙের একটি বিশালাকারের আফ্রিকান পাইথন সাপ। যে একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে দিয়ে পারাপার করছে। আসলে সে ঝোপে যাওয়ার জন্যে রাস্তার এক দিক থেকে এসে সামনের ঝোপের মধ্যে চলে গেল। মাঝে তাকে ব্যস্ততম হাইওয়েকে অতিক্রম করতে দেখা গেল। যা দেখে রাস্তার সব গাড়ি একেবারে থমকে দাঁড়িয়ে গেল। আর আশেপাশের সব লোক নিজের ফোনের ক্যামেরায় বন্দি করেছে এমন সাংঘাতিক মুহুর্ত। আসলে আজকাল বন জঙ্গল কেটে দিয়ে চারিদিকে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। সেই কারণে বন্যপ্রাণীরা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে মানুষকে চমকে দিচ্ছে।

সম্প্রতি ভিডিওটি ‘status tv studio’ নামের এক ইউটিউব পেজ থেকে আপলোড করা হয়েছে। যেখানে ইতিমধ্যেই হাজার হাজার ভিউজ ছাড়িয়েছে। যাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এইসব দৃশ্য আমরা সহজে যে নিজের চোখে দেখে উঠতে পারব কিনা তাতেও সন্দেহ আছে! জানেন কি, সাধারণত পাইথন অর্থাৎ অজগর সাপের বিভিন্ন প্রজাতিকেই পোষ্য হিসেবে বাড়িতে রাখতে পছন্দ করে বিদেশে একদল মানুষ।

Related Articles