×

বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী এই অষ্টম শ্রেণীর ছাত্রী ‘প্রকৃতি মাল্লা’, ভাইরাল ভিডিও

প্রকৃতি মাল্লা (Prakriti Malla) নামক এক ছাত্রীর। জানা গেছে, প্রকৃতি মাল্লা নেপালের এক স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ে।

এই পৃথিবীতে মানুষের স্বভাবে যত রকমের বৈচিত্র দেখা যায়, তার থেকেও বেশি প্রতিভার প্রকৃতি দেখতে পাওয়া যায়। প্রতিভার তালিকা বানাতে বসলে হয়তো কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু নাম শেষ হবে না। প্রতিভার কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় নাচ, গান, অঙ্কন, অভিনয় প্রভৃতির কথা মাথায় আসে। হাতের লেখাও যে কখনও কোনো প্রকারের প্রতিভার অন্তর্গত হতে পারে, সেটা ভাবতেই পারা যায় না।

তবে এই হাতের লেখাকেই প্রতিভারূপে দেশের সামনে তুলে ধরল নেপালের এক ছাত্রী। আর এটা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতেই। এই প্ল্যাটফর্মের দৌলতে ভৌগোলিক সীমা নির্বিশেষে বিভিন্ন রকমের ফটো ভিডিও দেখার সুযোগ পাওয়া যায়। আর ঠিক এই কারণেই ভারতের বুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল নেপালের এক ছাত্রীর হাতের লেখা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘কেটিএস টেকনো’ (KTS Techno) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে নীল দাগ টানা সাদা কাগজের উপরে পেন থেকে কালি নিঃসৃত হয়ে খুবই সুন্দর হাতের লেখার সৃষ্টি হতে দেখা যায়। পুরো ঘটনা ক্যামেরাবন্দি না হলে, এই হাতের লেখা যে মনুষ্য সৃষ্ট তা হয়তো বিশ্বাসই করতে পারা যেত না। দাবি করা হয়েছে, এই অসম্ভব সুন্দর হাতের লেখাটি প্রকৃতি মাল্লা (Prakriti Malla) নামক এক ছাত্রীর। জানা গেছে, প্রকৃতি মাল্লা নেপালের এক স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ে।

প্রকৃতির মাল্লার সুন্দর হাতের লেখার সাক্ষী আজ সারা পৃথিবীতে হতে পেরেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকৃতির এই অসাধারণ প্রতিভা ডিজিটাল ফন্টকেও হার মানিয়ে দিয়েছে। সৌন্দর্যের নিরিখে প্রকৃতির হাতের লেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার তকমা পেয়েছে। স্বয়ং লিপি বিশেষজ্ঞরা তাঁর হাতের লেখার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। প্রকৃতির সুন্দর হাতের লেখার খবর নেপালের সেনার কাছে পৌঁছাতেই তাঁরা প্রকৃতিকে পুরস্কার দেন। শুধুমাত্র হাতের লেখার দৌলতেই অসাধারণ নজির গড়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে প্রকৃতি মাল্লা।

Related Articles