×

Viral Video : অবিকল মানুষের মত নেচে গেয়ে তাক লাগালেন খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

সবুজ টিয়াপাখিকে খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে মাঝে বাড়ির পাঁচিলে বসে থাকতে দেখা যায়।

Viral Video :  সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিওর জন্মস্থান। বিভিন্ন ধরণের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা আপলোড করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কেউ ভিডিও পোস্ট করার মাধ্যমে প্রতিভার প্রচার ঘটান, তো কেউ গেমের লাইভ স্ট্রিমিং করেন। কাউকে স্কিল সংক্রান্ত ভিডিও পোস্ট করতে দেখা যায়, তো কেউ ভ্লগিং করেন ও তা পোস্ট করে থাকেন। নেটিজেনরা নিজের পছন্দ মতো ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুঁজে নেন ও খুব সহজেই তা দেখে অবসর সময় অতিবাহিত করতে থাকেন।

Viral Video

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভিডিওর মাঝে পশুপাখিদের ভিডিও দেখা যায়। বন্য জীবজন্তুদের লড়াই করার ভিডিও, পোষ্য কুকুর-বিড়াল ও অন্যান্য প্রাণীদের অদ্ভুত আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়। এই তালিকা থেকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না টিয়া পাখিকে। সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশের নানান রকমের পাখির ভিডিও দেখতে পাওয়া গেলেও রঙিন টিয়াপাখির দুষ্টুমিষ্টি আচরণের ভিডিও বরাবরই নজর কাড়ে নেটিজেনদের।

Viral Video

সম্প্রতি এক সবুজ টিয়াপাখির এমনই এক ( Viral Video) ভিডিও প্রকাশ্যে এলো, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করল। ভিডিওটির শুরুতে একটি সবুজ টিয়াপাখিকে খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে মাঝে বাড়ির পাঁচিলে বসে থাকতে দেখা যায়। এই ভিডিওতে পাখিটির মালিকটিকে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া তথা জনপ্রিয় অভিনেতা রাজ কাপুর (Raj Kapoor) ও অভিনেত্রী ওয়াহিদা রহমান (Waheeda Rahman) অভিনীত সিনেমা ‘তিসরি কসম’ (Teesri Kasam) সিনেমার ‘সাজান রে ঝুট মাত বোলো, খুদাকে পাস জানা হ্যা’ (Sajan Re Jhoot Mat Bolo, Khuda Ke Paas Jana Hai) গানটি গাইতে দেখা যায়।

আরও পড়ুন : কোবরা সাপের গলায় আটকে গিয়েছে প্লাস্টিকের পাইপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া

মজার ব্যাপার হল, এই গানের তালেই পাখিটিকে খুব সুন্দরভাবে নাচতে দেখা যায়। নাচ প্রদর্শন হওয়া ছাড়াও ( Viral Video) ভিডিওটিতে টিয়া পাখিটির মানুষের ইশারা বোঝার দক্ষতাও ফুটে উঠতে দেখা যায়। কারণ, মালিকের ইশারায় খুব সুন্দর ভঙ্গিমায় সম্মতি প্রদর্শন করতে দেখা যায় টিয়া পাখিটিকে।

Viral Video :

ভিডিওটি দেখে নেটিজেনদের খুব ভালো লেগেছে। পাখিটির কার্যকলাপ দেখে তার প্রেমে পড়ে গেছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে ৮৬ মিলিয়ন ভিউ পেয়ে গেছে এবং লাইকের সংখ্যা ২৭০ হাজার ছড়িয়ে গেছে।

Related Articles