×

Viral Video : পাঁচিলে বসে অবিকল মানুষের মতো নাচ গান করে তাক লাগাল টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

Viral Video : নেট দুনিয়ায় মাঝে মাঝে ভিডিও রিলস ছবি এগুলো বাইরের হতেই থাকে। এই সমস্ত ভিডিও রিলস ভাইরালের মধ্যে কিছু কিছু থাকে পশুপাখিদের ভিডিও। সেই ভিডিও গুলিতে ফুটে ওঠে পশুপাখিদের মজার কিছু কাণ্ডকারখানা অথবা তাদের খুনসুটি এবং বিরল প্রতিভা। আবারো এমনই একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল (Viral Video)হয়েছে যেখানে ছোট্টো এক টিয়া পাখিকে নাচানাচি করতে দেখা গেছে।

Viral Video

টিয়াপাখি, কাকাতুয়া এসব প্রজাতির পাখিরা একদম মানুষের মতন গলায় কথা বলতে পারে। তবে শুধু কথা নয় মাঝে মাঝে সুন্দর করে গানও‌ গেয়ে ফেলে কিন্তু তারা। তাদের সুন্দরভাবে যদি প্রশিক্ষণ দেওয়া হয় অতি সহজেই সেটি তারা রপ্ত করে নেয়।

এখানে পড়ুন :  ঘোর কলিযুগ! মহানন্দে সিগারেট টানছে ছাগল, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া

Viral Video

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মিঠু (Mithu) নামের এক ছোট্ট টিয়াপাখি বাড়ির সামনের পাঁচিলে বসে আছে। আর সেখানেই তার সামনে তার মালিক বসে বসে তিসরি কসম (Teesri Kasam) চলচ্চিত্রের সাজন রে ঝুট মত বোলো (Sajan Re Jhoot Mat Bolo) গানটা গাইছে এবং টিয়া পাখিটি সেই গানের তালে তালে সুন্দর ভাবে নেচে চলেছে। তার এই নাচ নেটিজেনরা খুব পছন্দ করেছেন এবং মুগ্ধও হয়েছেন।

Viral Video :

তবে মিঠু যে শুধু নাচ করতে পারে তা কিন্তু নয়। পাশাপাশি সুন্দরভাবে কথাও বলতে পারে এবং সবকিছু বুঝতেও পারে। কারণ ভিডিওতে ফুটে উঠেছে মিঠু তার মালিকের বিভিন্ন ইশারায় সুন্দরভাবে হ্যাঁ বলে সম্মতি জানাচ্ছে। ভিডিওটি নেটিজেনদের ভালোই মনোরঞ্জন করেছে। কমেন্ট বক্স ভরে উঠেছে মানুষের ভালোবাসায়।

Related Articles