×

সম্পূর্ণ খালি গলায় হারমোনিয়াম বাজিয়ে লতা মঙ্গেশকরের গান গাইলেন বৃদ্ধা মহিলা, ভাইরাল ভিডিও

কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান গেয়ে নেটদুনিয়ায় এক বয়স্ক মহিলা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন।

কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান গেয়ে নেটদুনিয়ায় এক বয়স্ক মহিলা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। এই বয়স্ক মহিলার গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই বয়সে তাঁর এমন প্রতিভা দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গিয়েছেন।

বর্তমানে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর কিছু ভিডিও ভাইরাল হয়। সেইসব ভিডিওতে এক একজনের এক একরকম প্রতিভা দেখে দর্শকরূপী নেটিজেনদের তাক লেগে যায়। তাঁদের মধ্যে এমন অনেক মানুষ থাকেন যাঁরা পূর্বে সুযোগের অভাবে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেননি, প্রাপ্য পরিচিতিও লাভ করতে পারেননি। তবে এখন প্রায় সবার কাছেই স্মার্টফোন থাকায় প্রতিভা প্রকাশের সুযোগ অনেকাংশে বেড়েছে।

ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে অনেক মানুষ‌ই নিজেদের প্রতিভা প্রকাশ করে খুব কম সময় অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়ে ভাইরাল হয়ে যান। সম্প্রতি এমনভাবেই ইনস্টাগ্রামে এক বয়স্ক মহিলার হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। গ্রাম্য পরিবেশে খোলা আকাশের নীচে মাটিতে বসে ওই বৃদ্ধাকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গান গাইতে শোনা গিয়েছে।

হারমোনিয়াম বাজিয়ে তিনি ‘হীর রাঞ্ঝা’ সিনেমায় জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘মিলো না তুম তো’ (Milo Na Tum To) গানটি পরিবেশন করেছেন। এই বয়সে পৌঁছেও তিনি যেভাবে হারমোনিয়াম বাজিয়ে ঠিকঠাক সুরে গান পরিবেশন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ভিডিওতে বয়স্ক ওই মহিলার সঙ্গে এক ব্যক্তি ঢোল বাজিয়ে যথাযথ সঙ্গত করেছেন দেখা দিয়েছে। এই ভিডিওটি পুরনো হলেও আবারও নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুরসংখ্যক ভিউজের পাশাপাশি বয়স্ক মহিলার এই বয়সে এসেও প্রতিভার এমন নিদর্শন দেখে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Related Articles