×

Viral Video : বয়স কেবল সংখ্যা মাত্র! পুষ্পা ছবির গানে দুর্দান্ত ব্রেক ড্যান্স বৃদ্ধার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

'সামি সামি' গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক বৃদ্ধা।

Viral Video : বয়স বাড়লেই শরীরে নানান রকমের রোগের হামলা হতে দেখা যায়। বৃদ্ধ বয়সে কোমরে ও হাঁটু ব্যথার জেরে বহু মানুষের হাঁটাচলা দায় হয়ে পড়ে। অনেকেই হাতে লাঠি নিয়ে চলতে বাধ্য হন। বর্তমানে তো ২৫-৩০ বছর বয়স পেরোতেই অনেকে কোমরে হাত দিয়ে ‘ব্যথা ব্যথা’ করে চেঁচাতে শুরু করেন। সাধারণ চলাফেরা করেই আজকাল অনেকে ক্লান্ত হয়ে যান, নাচ করা তো দূরের কথা।

Viral Video :

Viral Video

নাচের কাজটা যদিও সবার দ্বারা হয় না, নতুন প্রজন্মের হলেও। কেউ কেউ প্রশিক্ষিত শিল্পী হন, কোনো রকমের দ্বিধাবোধ না করেই দুর্দান্ত নৃত্য প্রদর্শন করতে পারেন। এক্ষেত্রে অনেকেই আবার প্রশিক্ষিত না হয়েও পূর্ণ আত্মবিশ্বাস সঙ্গে সবার সামনে নাচতে পারেন। তবে এর মধ্যেই আবার কিছু মানুষ আছেন যারা নাচতে জানলেও লজ্জার দরুন বা আত্মবিশ্বাসের অভাবে সবার সামনে নাচতে পারেন না। এই তালিকায় তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তবে জানলে হয়তো অবাক হবেন, সম্প্রতি আত্মবিশ্বাসের নিরিখে এক বৃদ্ধা জনপ্রিয় গানেতে নাচ করে তরুণ প্রজন্মকেও পিছনে ফেলে দিল। সেই ( Viral Video) ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল সৃষ্টি করে দিল।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘গিড্ডি’ (Giedde) নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওটিতে এক বৃদ্ধাকে ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa :The Rise) সিনেমার ‘সামি সামি’ (Sami Sami) গানেতে হুবহু নায়িকা ‘রশ্মিকা মন্দনা’ (Rashmika Mandana)-এর স্টাইলে শাড়ি পরে নায়িকার নৃত্যশৈলী অনুকরণ করে কোমর দোলাতে দেখা যায়।

Viral Video

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া মজে উঠেছে বৃদ্ধার নাচে। ভিডিওটিকে কেন্দ্র করে পোস্টের কমেন্ট বক্স বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বৃদ্ধার আত্মবিশ্বাস ও নৃত্যশৈলীর প্রশংসাও করেছেন।বয়স বাড়লেই শরীরে নানান রকমের রোগের হামলা হতে দেখা যায়। বৃদ্ধ বয়সে কোমরে ও হাঁটু ব্যথার জেরে বহু মানুষের হাঁটাচলা দায় হয়ে পড়ে। অনেকেই হাতে লাঠি নিয়ে চলতে বাধ্য হন। বর্তমানে তো ২৫-৩০ বছর বয়স পেরোতেই অনেকে কোমরে হাত দিয়ে ‘ব্যথা ব্যথা’ করে চেঁচাতে শুরু করেন। সাধারণ চলাফেরা করেই আজকাল অনেকে ক্লান্ত হয়ে যান, নাচ করা তো দূরের কথা।

এখানে দেখুন :  বয়স কেবল সংখ্যা মাত্র! জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ বৃদ্ধা ঠাকুমার, তুমুল ভাইরাল ভিডিও

নাচের কাজটা যদিও সবার দ্বারা হয় না, নতুন প্রজন্মের হলেও। কেউ কেউ প্রশিক্ষিত শিল্পী হন, কোনো রকমের দ্বিধাবোধ না করেই দুর্দান্ত নৃত্য প্রদর্শন করতে পারেন। এক্ষেত্রে অনেকেই আবার প্রশিক্ষিত না হয়েও পূর্ণ আত্মবিশ্বাস সঙ্গে সবার সামনে নাচতে পারেন। তবে এর মধ্যেই আবার কিছু মানুষ আছেন যারা নাচতে জানলেও লজ্জার দরুন বা আত্মবিশ্বাসের অভাবে সবার সামনে নাচতে পারেন না। এই তালিকায় তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তবে জানলে হয়তো অবাক হবেন, সম্প্রতি আত্মবিশ্বাসের নিরিখে এক বৃদ্ধা জনপ্রিয় গানেতে নাচ করে তরুণ প্রজন্মকেও পিছনে ফেলে দিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল সৃষ্টি করে দিল।

এখানে দেখুন : ক্লাসরুমের মধ্যেই সুপারহিট বাংলা গানে উদ্দাম নাচলেন দুই ছাত্র-ছাত্রী, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘গিড্ডি’ (Giedde) নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওটিতে এক বৃদ্ধাকে ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa :The Rise) সিনেমার ‘সামি সামি’ (Sami Sami) গানেতে হুবহু নায়িকা ‘রশ্মিকা মন্দনা’ (Rashmika Mandana)-এর স্টাইলে শাড়ি পরে নায়িকার নৃত্যশৈলী অনুকরণ করে কোমর দোলাতে দেখা যায়।

Viral Video :

 

View this post on Instagram

 

A post shared by GiDDa CoMpAnY (@giedde)

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া মজে উঠেছে বৃদ্ধার নাচে। ভিডিওটিকে কেন্দ্র করে পোস্টের কমেন্ট বক্স বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বৃদ্ধার আত্মবিশ্বাস ও নৃত্যশৈলীর প্রশংসাও করেছেন।

Related Articles