×

দুর্দান্ত সুরে হারমোনিয়াম বাজিয়ে লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালেন বৃদ্ধা ঠাকুমা, ভাইরাল ভিডিও

একজন অবাঙালি বৃদ্ধা মহিলা লতা মঙ্গেশকরের গাওয়া ‘মিলো না তুম তো হাম ঘাবরায়ে’ এই গানটি অসাধারণ সাবলীল ভাবে গাইছেন।

বর্তমানে প্রতিনিয়ত যেমন মানুষ আপগ্রেড হচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়াও মানুষের চাহিদা অনুযায়ী নিয়মিত আপডেট হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া মানেই এখন মুঠোফোনের চাহিদা, যার মাধ্যমে আমরা গোটা বিশ্বের সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রাখতে পারছি। আট থেকে অষ্টাদশী সবারই নিজেদের প্রতিভার ভিডিও এখানে ভাইরাল হয়।

সেলিব্রিটিরা থেকে আমজনতা সবাই ট্রেন্ডিং গানের তালে তাল মেলাতে ব্যস্ত। আসলে বর্তমান যুগে সবকিছুই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে কোনো মানুষের প্রতিভা যদি একবার মানুষের পছন্দ হয়ে যায়, তাহলে তা একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যাবে, আর সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত খুঁজে দিচ্ছে এমন এমন বিরল প্রতিভাদের, যা দেখে রীতিমত অবাক হয়ে যায় সবাই।

এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপুল পরিমাণে ভাইরাল হল এক বৃদ্ধা মহিলার গানের ভিডিও। ‘আজ তাক’ নামক এক জনপ্রিয় ইনস্টাগ্রাম চ্যানেল থেকে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন অবাঙালি বৃদ্ধা মহিলা লতা মঙ্গেশকরের গাওয়া ‘মিলো না তুম তো হাম ঘাবরায়ে’ এই গানটি অসাধারণ সাবলীল ভাবে গাইছেন।

 

View this post on Instagram

 

A post shared by Aaj Tak (@aajtak)

এমনকি তাঁকে দেখেই বোঝা যাচ্ছে, তাঁর বয়স আশি ছুঁই ছুঁই। এমনকি তিনি হারমোনিয়ামের বাজিয়ে গাইলেন। আর তাঁর সঙ্গে ঢোল বাজাচ্ছেন আরও এক ব্যক্তি। এই বৃদ্ধার সুরেলা কণ্ঠ মন কেড়েছে সকলের। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করছে।

Related Articles