বয়স কেবল সংখ্যামাত্র! মাটি থেকে শূন্যে সাইকেল চালিয়ে তাক লাগালেন বৃদ্ধা ঠাকুমা, ভাইরাল ভিডিও
মাটি থেকে অনেক ওপরে কোমরে ক্যারাবিনা-দড়ি লাগিয়ে মাথায় হেলমেট পরে তিনি দড়ির ওপর সাইকেল চালিয়েছেন।

ইন্টারনেটের (Internet) সহজলভ্যতার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ঘটনার ছবি বা ভিডিও এখন সকলের হাতের মুঠোয় চলে এসেছে। কয়েক বছর পূর্বেও সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার জন্য বা খবরাখবর জানার জন্য টেলিভিশন, খবরের কাগজ, রেডিও প্রভৃতির ওপরেই মানুষকে নির্ভর করে থাকতে হতো। কিন্তু এখন বিশ্বায়ন ও আধুনিকীকরণের প্রভাবে পৃথিবীর প্রায় সব প্রান্তেই স্মার্টফোন পৌঁছে গিয়েছে।
হাতের মুঠোয় থাকা ফোনে ক্লিক করলে এক সেকেন্ডেই বিশ্বের দরবার মানুষের সামনে খুলে যায়। তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন বেশিরভাগ মানুষের কাছেই বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনদের এক অংশ মানুষ নিজস্ব প্রতিভার বিকাশ বা বিভিন্ন ঘটনার ছবি-ভিডিও তুলে পোস্ট করে থাকেন, নেটিজেনদের অপর অংশ শুধুমাত্র বিভিন্ন পোস্ট উপভোগ করে থাকেন।
এইভাবে সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রায় প্রতিদিনই নানা ধরণের ছবি-ভিডিও ভাইরাল হয়ে থাকে। মাঝে মাঝেই ভাইরাল হওয়া ভিডিওতে এমন সব দৃশ্য দেখা যায় যা দেখে রীতিমতো তাক লেগে যায়। সম্প্রতি তেমনভাবে এক ভাইরাল হওয়া ভিডিওতে এক বৃদ্ধা মহিলার (Old Lady) কীর্তি দেখে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিওতে এক বয়স্ক মহিলাকে সাইকেল চালাতে দেখা গিয়েছে।
তবে এই বয়স্ক মহিলা মাটির ওপরে সাধারণ কোনো সাইকেল চালাননি, আর তাই জন্যই ভিডিওটি এত ভাইরাল হয়ে গিয়েছে। মাটি থেকে অনেক ওপরে কোমরে ক্যারাবিনা-দড়ি লাগিয়ে মাথায় হেলমেট পরে তিনি দড়ির ওপর সাইকেল চালিয়েছেন। এই জায়গাতে এমনভাবে অনেকেই সাইকেল চালিয়েছেন, কিন্তু প্রায় ৭০ বছর বয়সী এই মহিলার এই বয়সে এসেও এমন সাহস ও মনের জোর দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওটির ভিউজ ১ লাখ ৩৮ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে।