বয়স কেবল সংখ্যামাত্র! দুর্দান্ত হারমোনিয়াম বাজিয়ে বাংলা গান গাইলেন বৃদ্ধ দাদু, তুমুল ভাইরাল ভিডিও
হারমোনিয়াম বাজিয়ে বাংলা লোকগান "তোমার লাইগ্যা পরান কান্দে" গেয়েছেন ওই বৃদ্ধ।

কথায় রয়েছে প্রতিভা কখনো বয়সের ধার ধারে না। কারো মধ্যে যদি সঠিক কোনো প্রতিভা থাকে তাহলে তিনি যে বয়সেই তৈরি করে ফেলতে পারবেন নিজের পরিচিতি। আর এর স্পষ্ট প্রমাণ এর আগে বহুবার মিলেছে সোশ্যাল মিডিয়ার পর্দাতেই। যেখানে দেখা গিয়েছে নিজেদের প্রতিভার জেরে পরিচিতি গড়ে তুলতে সোশ্যাল মিডিয়ার পর্দায়। যেমনটা বছর দুয়েক আগে রানাঘাটের ভিখারিনী রানু মন্ডল নিজের লতাকন্ঠী গলার জেরে রাতারাতি হয়ে গিয়েছিলেন স্টার। এছাড়াও সম্প্রতি বীরভূমের ভুবন বাদ্যকর হয়ে উঠেছিলেন বাদাম বিক্রেতা থেকে একজন নামিদামি স্টার।
তবে আমাদের সমাজে এখনো এমন অনেক প্রতিভা রয়েছে যারা উপযুক্ত সুযোগের অভাবে সমাজে পরিচিতি লাভ করতে পারেন না। ফলে তারা আজীবন থেকে যায় অন্ধকারে এবং হারিয়ে যায় এই সমাজ থেকে। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। বর্তমানে প্রায় প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন থাকায় এই প্রতিভা প্রকাশের সুযোগটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকটাই বেড়েছে। তাই প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বহু মানুষের বিভিন্ন রকম প্রতিভা। সোশ্যাল মিডিয়া হল এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ কারো সাহায্য ছাড়াই নিজের মতো করে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে।
তাই বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বহু মানুষই নিজেদের প্রতিভা সকলের সামনে মেলে ধরছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি দুর্দান্ত কায়দায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বয়স্ক ব্যাক্তিটি একটি ঘরের মধ্যে টেবিলে রাখা একটি হারমোনিয়াম বাজিয়ে জনপ্রিয় বাংলা লোকগীতি ‘তোমার লাইগ্যা পরান কান্দে’ গানটি গাইতে। এই বয়সী বৃদ্ধরা যেখানে বাড়িতে বসে বিশ্রাম নেয় সেখানে এ ধরনের কাজ সত্যিই প্রশংসা পাবার যোগ্য।
বৃদ্ধের গান গাওয়ার এই ভিডিওটি ‘কালার ফটোগ্রাফি’ (Color Photography) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। যদিও ভিডিওটি বেশ পুরোনো। প্রায় বছর তিনেক আগে বৃদ্ধের এই ভিডিওটি আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ার পর্দায়। তবে আজও ভিডিওটি ঘুরছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। ইতিমধ্যে এই ভিডিওটির ভিউজ পেরিয়ে গেছে প্রায় ১১ মিলিয়নের বেশি। আর এই বয়সও তিনি যেভাবে অসাধারণ কণ্ঠে গান গাইছেন তা নজর কেড়েছে প্রতিটি সাইবারবাসীর।