×

খালি টিনের কৌটো বাজিয়ে খালি গলায় মহম্মদ রফির গান গেয়ে তাক লাগলেন প্রতিবন্ধী বৃদ্ধ, ভাইরাল ভিডিও

বৃদ্ধকে দেখা যাচ্ছে এভারগ্রীন 'মেরে মিতবা' (Mere Mitwa) গানটি অসাধারণ ভঙ্গিতে পরিবেশন করতে।

ষাটের দশকে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি তে বহু বিশিষ্ট কিংবদন্তি সঙ্গীতজ্ঞদের আবির্ভাব হয়েছিল। যাদের সৃষ্টি করা এক একটি মাইলস্টোন বর্তমান প্রজন্মের মধ্যেও রয়েছে অটুট। আর আট থেকে আশি প্রায় সকলেই কমবেশি তাঁদের গান শুনেই বড় হয়েছেন। তবে তাঁদের মধ্যে এমন বহু সঙ্গীতজ্ঞ রয়েছেন যারা বেশিদিন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পারেননি। কম বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তাঁদের। সেরকমই একজন কিংবদন্তি সঙ্গীতশিল্পী হলেন মোহাম্মদ রফি। যিনি দর্শকমহলে আজও সমানভাবেই জনপ্রিয়।

এই কিংবদন্তি সংগীতশিল্পীর দাপট এতটাই ছিল যে আজও তাঁর কন্ঠ অনুকরণ করে অনেকেই বর্তমানে মার্কেটে রাজত্ব করছেন। যার প্রমাণ এর আগে বহুবার মিলেছে। তবে সম্প্রতি একটি নতুন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। আর যা একেবারে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক প্রতিবন্ধী বৃদ্ধর এক অনন্য প্রতিভা। আর যা দেখে রীতিমত অবাক প্রতিটি সাইবারবাসী।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক রুগ্ন চেহারার ছোটখাটো প্রতিবন্ধী বৃদ্ধ রাস্তায় বসে অভিনব কায়দায় গান গাইছেন। তাও আবার যার তার গান নয়। ওই বৃদ্ধকে দেখা যাচ্ছে জনপ্রিয় সংগীত শিল্পী মহম্মদ রফির একটি জনপ্রিয় গান গাইতে। আর বাদ্যযন্ত্রের বদলে তিনি বাজাচ্ছেন দুটো টিনের কৌটো। ওই বৃদ্ধকে দেখা যাচ্ছে এভারগ্রীন ‘মেরে মিতবা’ (Mere Mitwa) গানটি অসাধারণ ভঙ্গিতে পরিবেশন করতে। যেখানে এই বয়সের বৃদ্ধ ব্যক্তিরা বাড়িতে শুয়েই নিজেদের মৃত্যুর দিন গোনে। ‌সেখানে তাঁর প্রতিভা সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

সম্প্রতি ‘বাংলা ২৪’ (Bangla 24) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই ব্যতিক্রমী দৃশ্যের ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে কয়েক লক্ষ মানুষের কাছে। আর স্বাভাবিকভাবেই এই বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন সমস্ত নেটিজেন। ভিডিওটি দেখে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি অনেকেই এই বৃদ্ধের তুমুল প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন ‘অসাধারণ’। আবার কেউ কেউ বলেছেন তাঁর গানের গলার কোনো তুলনা হয় না।

Related Articles