×

Viral Video : খাটিয়ায় শুয়ে আম্রপালির সঙ্গে উদ্দাম রোম্যান্সে মাতলেন নিরহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

'দুনিয়া যায়ে চাহে ভাড় মে' গানের ভিডিওয় দেখা গিয়েছে দুজনকে।

Viral Video :  বহু মানুষ গান শুনতে ভালোবাসে। সুর, তাল, লেখনী, কণ্ঠ এগুলোর উপরে ভিত্তি করে সাধারণত গানের প্রকৃতি যাচাই করা হয়। ব্যক্তি বিশেষে ভিন্ন প্রকৃতির গান ভিন্ন ভিন্ন মানুষের প্রিয় হয়ে থাকে। তবে কিছু গান থাকে, যেগুলো শোনার জন্য কম এবং দেখার জন্য বেশি বানানো হয়। অনেক মানুষই আছেন, যারা গান শুধুমাত্র শুনে উপভোগ করেন না, গানের দৃশ্য দেখেও গান উপভোগ করতে পছন্দ করেন।

Viral Video :

Viral Video

কোনো গানের দৃশ্যে থাকে আনন্দের ছোঁয়া, আবার কোনো গানে থাকে বিরহের স্পর্শ। কোনো গানেতে আবার থাকে হইচই করে নাচার তাল, আবার কোনো গানেতে থাকে উষ্ণতাময় রোম্যান্টিক দৃশ্য। মানুষ সাধারণত নিজের মেজাজের উপর ভিত্তি করে গানের তালিকা চয়ন করে থাকেন। শরীরি উত্তেজনাময় গান সৃষ্টি করার নিরিখে ভোজপুরী ইন্ডাস্ট্রির গানের কোনো তুলনা হয় না। অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিরর গান একদিকে এবং ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির গান আরেকদিকে। জনপ্রিয় অভিনেতা নিরহুয়ার গানের ভিডিও থাকলে তো কথাই নেই, দর্শকরা নজর ফেরাতে পারেন না।

এখানে দেখুন :  বন্ধ ঘরে নিরহুয়ার সঙ্গে উদ্দাম তোয়ালে ড্যান্স অঞ্জনা সিংয়ের, হট রোম্যান্স দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

সম্প্রতি নিরহুয়ার একটি পুরোনো গানের ভিডিও নতুন করে ভাইরাল ( Viral Video) হতে দেখা গেছে। ভিডিওটিতে নিরহুয়া ওরফে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবেকে (Amrapali Dubey) বদ্ধ গোডাউনে রোম্যান্সের অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। আম্রপালিকে নীল-সাদা রঙের সালোয়ার কামিজ ও নিরহুয়াকে নীল প্যান্ট, হলুদ টিশার্ট ও লাল কোট পরিহিত অবস্থায় কখনও গোডাউনের মাঝে দাঁড়িয়ে, আবার কখনও খাটিয়ার উপরে জমকালো রোম্যান্সে মেতে উত্তেজনার সৃষ্টি করতে দেখা যায়। দুইজনের উষ্ণ রসায়ন এবারও দর্শকদের ঘাম ঝরানোর পরিস্থিতি তৈরি করে।

Viral Video :

‘দুনিয়া যায়ে চাহে ভাড় মে’ (Duniya Jaye Chahae Bhad Me) নামক মিউজিক ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভোজপুরী এইচডি ফিল্ম’ (Bhojpuri HD Film) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নেটিজেনদের এতটাই পছন্দ হয়েছে যে, ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ২০ মিলিয়ন অতিক্রম করে গেছে এবং একইসঙ্গে লাইকের সংখ্যাও ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

Related Articles