×

Viral Video : ১৭ রকমের শব্দ নকল করে তাক লাগাল ময়না পাখি, তুমুল ভাইরাল ভিডিও

আমরা খুব সহজে পশু পাখিদের ভিডিও দেখতে পায়।

Viral Video : সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমান এই সময়ে দাঁড়িয়ে যে অধিকাংশ মানুষের কাছেই বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি আর কারোরই অজানা নয়। হাজার কাজের মাঝে বা অবসর সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় জুড়ি মেলা ভার।

Viral Video

যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে হাতে থাকা মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে টুক করে বিভিন্ন অ্যাপ অর্থাৎ নেটদুনিয়ায় ঘুরে আসা যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরণের ঘটনার ছবি ও ভিডিও খুব সহজেই সকলের কাছে ছড়িয়ে পড়ে।

Viral Video

নেটদুনিয়ায় আকছার বিভিন্ন স্থানের বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল ( Viral Video) হয়ে থাকে। ভাইরাল হওয়া সেই সব ভিডিওর মধ্যে থেকে অনেক ভিডিওতেই পোষ্য পশু-পাখিদের নানা রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। নেটিজেনদের পছন্দের তালিকায় প্রথম দিকেই পশু-পাখিদের বিভিন্ন কীর্তিকলাপের ভিডিও রয়েছে। সম্প্রতি ইউটিউবে তেমনভাবেই এক পাখির কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে।‌ সাধারণত, টিয়া- কাকাতুয়া- ময়না পাখিকেই কথা বলতে শোনা যায়। মানুষের কথা বলা নকল করে এইসব পাখি কথা বলে থাকে।

আরও পড়ুন :  পাঁচিলে বসে অবিকল মানুষের মতো নাচ গান করে তাক লাগাল খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

Viral Video :

ভাইরাল হ‌ওয়া এই ভিডিওতে তেমন‌ই এক ময়না পাখিকে অবিকল মানুষের মতো কথা বলতে ও নানারকম শব্দ নকল করতে শোনা গিয়েছে। উল্লেখ্য ময়না পাখিটি ‘মিঠুন’, ‘আবির’, ‘গুড মর্নিং’ প্রভৃতি শব্দ বলার পাশাপাশি বিড়াল, রাজহাঁস, কোকিল, অন্যান্য পাখির ডাকসহ মোট সতেরোটি (১৭) আওয়াজ নকল করতে পারে। এমনকি, মোবাইল ফোনের রিংটোন‌ও নকল করে শুনিয়েছে এই পাহাড়ি ময়না। ময়না পাখির এতরকম শব্দ করতে পারার এই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট হ‌ওয়ার পর খুব কম সময়ের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles