×

খোলা আকাশের নিচে ‘মনে করি আসাম যাবো’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

বেশ কিছু বছর আগেও বিনোদনের (Entertainment) মাধ্যম হিসেবে সিনেমা ও টেলিভিশনের ওপরেই মূলত নির্ভর করে থাকতে হতো। এছাড়াও নাচ, গান, আবৃত্তি প্রভৃতি দেখার জন্য কোনো অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত হতে হতো। কিন্তু এখন সময় পাল্টেছে, সব কিছু মানুষের মুঠোফোন অর্থাৎ মোবাইলে বন্দী হয়ে গিয়েছে।

সাধারণ মানুষদের একাংশ যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে (Social Media) বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তেমনই আরেক অংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় যে কেউ চাইলেই নিজেদের নাচ-গান-আবৃত্তি প্রভৃতি প্রতিভা তুলে ধরতে পারবেন। এমন অনেক মানুষই আছেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা পেশ করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন।

প্রতিভা প্রকাশের জন্য ইউটিউব এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউটিউবে যাঁর চ্যানেলে যত সাবস্ক্রাইবার বেশি, যাঁর ভিডিওতে যত লাইক-কমেন্ট বেশি, সেই ব্যক্তি তত বেশি জনপ্রিয় হিসেবে বিবেচিত হন। ইউটিউবের এইরকমই এক জনপ্রিয় চ্যানেল ‘ডান্স উইথ মৌ’ (Dance With Mou)। মৌমিতা বিশ্বাস নামক এক সুন্দরী যুবতী এই চ্যানেলে নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর প্রত্যেকটি নাচের ভিডিওই হামেশাই ভাইরাল হয়ে থাকে। নেটিজেনরা এই মেয়ের নাচ বেশ উপভোগ করে থাকেন।

সম্প্রতি এই চ্যানেল থেকে পোস্ট করা বাংলা লোকগানের সঙ্গে নাচের এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মৌমিতা জনপ্রিয় লোকগীতি ‘মনে করি আসাম যাবো’-র সঙ্গে নাচ পরিবেশন করেছেন। নীল রঙের শাড়ি-ম্যাচিং ব্লাউজ পরে মানানসই গয়নায় সেজে, খোঁপায় লাল ফুল গুঁজে খোলা মাঠের মধ্যে তিনি এই নাচের ভিডিও রেকর্ড করেছেন। হাসিমুখে দক্ষ স্টেপ দিয়ে করা তাঁর প্রাণবন্ত নাচ দেখে নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ৯ মাস আগে পোস্ট করা ভিডিওটির ভিউজ সংখ্যা ১ লাখ ৮৪ হাজারে পৌঁছে গিয়েছে।

Related Articles