বাড়ির ছাদে ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও
বাড়ির খোলা ছাদে সবুজ শাড়ি পরে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী

বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিটি মানুষই দিনে একবার হলেও সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার পাশাপাশি সকলের সাথে যোগাযোগ রাখা যায়। করোনা অতিমারি চলাকালীন লকডাউনের জেরে যখন প্রতিটি মানুষ গৃহবন্দী ছিল তখন থেকে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি টপিক হলো ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরনের নাচের ভিডিও ভাইরাল হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের নাচের ভিডিও দেখতে সকলেই ভীষণ পছন্দ করেন। ফলে বিভিন্ন ধরনের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে নিমেষে ভাইরাল হয়ে পরে। সম্প্রতি সেরকমই এক যুবতীর নাচের ভিডিও নজর কাড়লো সকলের।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক সুন্দরী যুবতী বাড়ির ছাদে একটি সবুজ রঙের শাড়ি ও কমলা রঙের ব্লাউজ পরে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করছেন। ওই যুবতীটিকে দেখা যাচ্ছে জনপ্রিয় লোকগীতি ‘ফাগুনেরও মোহনায়’ গানে নৃত্য পরিবেশন করতে। ওই যুবতীর নাচ দেখেই বোঝা যাচ্ছে যে সে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নৃত্যশিল্পী।
জানতে পারা গিয়েছে যে ওই যুবতীর নাম মৌ। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখান থেকে সে হামেশাই বিভিন্ন রকমের নাচের ভিডিও আপলোড করে থাকে। তাঁর এই নাচের ভিডিওটি প্রায় বছর দুয়েক আগে সে ইউটিউবে আপলোড করে। ভিডিওটি বেশ পুরনো হলেও বর্তমানে ভিডিওটি যথেষ্ট ভাইরাল। ইতিমধ্যে ভিডিওটি ভিউজ পেরিয়ে গেছে প্রায় ছয় লক্ষেরও বেশি। পাশাপাশি ভিডিওটা জুড়ে লাইক পরেছে প্রায় ৫ হাজারের বেশি।