Viral Video : সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

Viral Video : সোশ্যাল মিডিয়াকে হাতের কাছে পেয়ে খুব সহজেই মনোরঞ্জন করা যায়। মনোরঞ্জনের এক দারুণ মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে এই মাধ্যম শুধুমাত্র মনোরঞ্জন প্রদানের মাধ্যম হিসাবেই থেকে যায়নি, প্রতিভা প্রচারেরও এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ধরা দিয়েছে। প্রচারের সঠিক জ্ঞান অর্জন করে অনেক শিল্পীই সেই জ্ঞান সঠিক উপায়ে প্রয়োগ করার মাধ্যমে নিজের প্রতিভা অজানা অচেনা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছেন।
সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ হলেন মৌ বিশ্বাস (Moumita Biswas)। তিনি এক প্রতিভাধারী নৃত্যশিল্পী। নাচের দক্ষতা তাঁর মুভমেন্টে স্পষ্টভাবে ফুটে উঠতে দেখা যায়। তিনি সাধারণত নিজের নাচের ভিডিও রেকর্ড করেন এবং সেগুলো নিজ ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে পোস্ট করে থাকেন।
সম্প্রতি তাঁরই পোস্ট করা এক নাচের ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে তাঁকে খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ ও অর্ধস্বচ্ছ সবুজ রঙের শাড়ি পরে জনপ্রিয় গান ‘ঝুমকা’ (Jhumka) তথা ‘যতই তুমি বাহানা করো না কেন’ (Jotoi Tumi Bahana Korona Keno)-তে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
এখানে দেখুন :
সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় বাংলা গানে উদ্দাম নাচ মৌ সুন্দরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
শাড়ির সঙ্গে মানানসই গয়না, সবুজ কাঁচের চুড়ি, মাথায় ছোট্ট একখানি টিপ, মুখমণ্ডলে হালকা মেকআপ ও ঠোঁটে কুইন পিঙ্ক রঙের লিপস্টিক পরিহিত অবস্থায় ভিডিওটিতে তাঁকে অপরূপ সুন্দরী লাগে দেখতে। এক্ষেত্রে তাঁর চুল যদিও খোলা ছিল না, পরিপাটি করে উঁচু করে বাঁধা ছিল।
Viral Video :
ভিডিওটিতে মৌয়ের অসাধারণ এক্সপ্রেশন ও দুর্দান্ত শরীরি অঙ্গিভঙ্গি দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটাগরিকরা। এই ভিডিওটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে, পোস্ট হওয়ার মাত্র দুইদিনের মাথায় প্রায় ৫.৮ হাজার মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন এবং প্রায় শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন। মৌয়ের সৌন্দর্য ও ডান্সে মুগ্ধ হয়ে নেটিজেনরা পোস্টের কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।