×

নিজের সন্তানের মতো খুদে বাঁদরছানাকে পরম যত্নে আগলে রেখেছেন মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

নিজের সন্তানের মতো খুদে বাঁদরছানাকে পরম স্নেহে আগলে রেখেছেন মহিলা।

সোশ্যাল মিডিয়ায় বেশ দীর্ঘ সময় ধরে তিন বাঁদরছানা এবং তাদের মালকিনের একটি ভিডিও বেশ জনপ্রিয়। সম্প্রতি বাঁদর ছানার সাথে মহিলার একটি স্নেহময় মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। ভাইরাল হওয়ার পরে ভিডিওটি বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। মায়ের কাছে অমূল্য সম্পদ হয় সন্তানরা। এই ভিডিওর মাধ্যমে আরো একবার মিলল তার প্রমাণ।

কথায় বলে শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে, আর বন্যরা বনে। তবে বন্য পশুদের মধ্যেও এই মাতৃস্নেহ বর্তমান। অবশ্য বন্য পশুদের মধ্যেও মাতৃস্নেহ ভরপুর থাকলেও তাদের প্রকাশের ভঙ্গি আলাদা। শিশুদের সাথে মায়ের এক নিবিড় বন্ধন জন্মের আগে থেকেই তৈরী হয়ে যায়। জন্মের পরে মায়ের কোলকেই শিশুরা সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করে। তবে এর এক অন্যরূপ দেখা গেলো ভাইরাল ভিডিওতে।

‘মাংকি জানা’(Monkey Jana ) নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, দু’টি খুদে বাঁদর ছানাকে এক মহিলা পরম স্নেহে স্নান করিয়ে দিচ্ছেন। খুদে ছানাদুটিও বেশ আনন্দ পেয়েছে মহিলার সান্নিধ্যে। পরম মমতায় মহিলাকে আঁকড়ে ধরেছে ছানা দুটি। চান করিয়ে দেওয়ার পরে সন্তানস্নেহে তাদের ফিডিং বোতলে দুধও খাইয়ে দিয়েছেন ওই মহিলা। বাঁদর ছানাদের সাথে মহিলার এইরকম আত্মিক সম্পর্ক দেখে নেটিজেনরা বেশ আপ্লুত।

মায়ের স্নেহের ছায়ায় পরম আনন্দে একে অপরের সাথে খেলায় মত্ত ছানা দুটির ভিডিওবর্তমানে ৬২ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এবং প্রায় ভিউস সংখ্যা ছাড়িয়েছে দেড় কোটির বেশি।আর ভিডিওর ভিউজ এবং কন্টেন্ট বলে দিচ্ছে সমাজের জন্যে কতটা গুরুত্তপূর্ণ ভিডিও এইটি।

Related Articles