×

বাড়ির খোলা ছাদে ‘ধিতাং ধিতাং বোলে’ গানে দুর্দান্ত নাচ মা ও মেয়ের, ভাইরাল ভিডিও

একটি ট্রেন্ডিং গানের তালে তাল মিলিয়ে ভাইরাল হলেন এক মা ও তাঁর মেয়ে‌র নাচ।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেকটাই বিস্তৃত। এখানে প্রতি মিনিটে ও প্রতি সেকেন্ডে একের পর এক ধামাকার সৃষ্টি হতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া যেমন গোটা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ করিয়ে দিচ্ছে ঠিক সেরকমই গোটা বিশ্বের আনাচে-কানাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মানুষের হাতের মুঠোয় এনে দিচ্ছে। এমনকি সেগুলো বেশ ভাইরালও হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। হিন্দি থেকে শুরু করে ভোজপুরি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনবরত। আর তাতে ডান্স পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠছেন একাধিক মানুষ।

বর্তমানে নিঃসন্দেহে প্রতিটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ট্রেন্ডপ্রেমী। তাই কোনোরকম গান ট্রেন্ডিং-এ আসতেই তাতে মজে ওঠেন বিভিন্ন সেলিব্রেটি থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান প্রজন্মের মানুষের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর বর্তমানের আট থেকে আশি প্রতিটি মানুষই সমানভাবে অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়ায়। তাঁদের এক একটা চাবুক এক্সপ্রেশন থেকে ঘায়েল হওয়ার যোগাড় হয়ে প্রতিটি সাইবারবাসীর।

সম্প্রতি সেরকমই একটি ট্রেন্ডিং গানের তালে তাল মিলিয়ে ভাইরাল হলেন এক মা ও তাঁর মেয়ে‌। সাধারণত এর আগেও বহু মানুষের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এধরনের মা ও মেয়ের যুগলবন্দী খুব কমই দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গান ‘ধিতাং ধিতাং বোলে’ (Dhitang Dhitang Bole)-তে একজন মা তাঁর সন্তানকে নিয়ে পরস্পরের সাথে তাল মিলিয়ে দুর্দান্ত কায়দায় নেচে চলেছেন।

নিঃসন্দেহে মা ও মেয়ের এই যুগলবন্দী নাচ ভীষণ সুন্দর হয়েছে যে তা বলাই বাহুল্য। গানের সঙ্গে তাল মিলিয়ে তারা দুজনেই সুন্দর নেচেছেন। সাধারণত সচরাচর এ ধরনের ভিডিও দেখা না যাওয়ার কারণে এই ভিডিওটি ব্যাপক জনপ্রিয় হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটি একেবারেই ব্যতিক্রমী যে তা আর বলার অপেক্ষা রাখে না। মা ও মেয়ের সুন্দর একটি সম্পর্ক প্রতিফলিত হয়েছে ভিডিওটির মাধ্যমে।

Related Articles