৫৫ বছরেও কমেনি গ্ল্যামার, মাধুরী দীক্ষিতের হট ফিগারে ঘায়েল নেটজনতা, ভাইরাল ভিডিও
বলিউডের মোস্ট পপুলার ডান্সিং রানি মাধুরী দীক্ষিত।

বলিউডের মোস্ট পপুলার ডান্সিং রানি মাধুরী দীক্ষিত। আশি-নব্বইয়ের দশক থেকে তাঁর রাজত্ব শুরু হয়েছে বলিউডে। সেই সময়ে একাধিক পুরুষের স্বপ্নের নায়িকা হিসেবে রাজ করেছেন মাধুরী, তাঁর এক টুকরো মিষ্টি হাসিমুখ দেখার জন্যই সিনেমা হলে তখন ভিড় জমত একাধিক সিনেমাপ্রেমীদের। তিনি যেমন রূপে সুন্দর তেমনি তাঁর অসাধারণ অভিনয়, ডান্সের দরুন তাঁর অভিনীত সব ছবিই মার্কেটে দারুণ হিট হত।
তবে মাধুরী কেরিয়ারের মধ্যগগনে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে সংসার শুরু করেন, যার কারণে তখন তিনি বলিউডের সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন! কিন্তু কিছু বছর পর ফের ‘Aja Nachle’ ছবির মাধ্যমে কামব্যাক করেন তিনি বলিউডে। এই ছবির কয়েকটি গান এখনও মার্কেটে দারুণ রাজত্ব করছে। তবে বর্তমানে পাকাপাকিভাবে মুম্বইতেই থাকেন তিনি স্বামী, ছেলেদের নিয়ে।
অভিনয়ও শুরু করলেও তাঁকে এখন বেশিরভাগ সময়ে টিভির পর্দাতেই দেখা যায়। বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের অন্যতম প্রধান বিচারক তিনি এখন। ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজে কাজ সেরেছেন অভিনেত্রী। দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও বটে। বর্তমানে ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা 10’-এর বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী। তবে, সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভরপুর রাজত্ব।
কয়েকদিন আগেই হয়ে গিয়েছে ‘আইফা অ্যাওয়ার্ড শো’। যেখানে উপস্থিত ছিলেন, বলিউডের নামিদামি তারকাদের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিরও একাধিক তারকারা, আবু ঢাবিতে অনুষ্ঠিত হয়েছিল ‘IIFA AWARD’। সেই অনুষ্ঠানের একাধিক ঝলক আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিতও। যেখানে লাল রঙের অফ-শোল্ডার লং পোশাকে ঝলমলে হয়ে উঠেছিলেন তিনি। মানানসই মূল্যবান কানের দুল, ন্যুড মেকআপে বোল্ড লুকেই দেখা যায় তাঁকে। নিজের ভক্তদের আরও একবার এই সাজে মুগ্ধ করলেন অভিনেত্রী।