আধো আধো গলায় দুর্দান্ত বাংলা গান গেয়ে তাক লাগাল খুদে কন্যা, তুমুল ভাইরাল ভিডিও
বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে কোনোরকম যন্ত্রের সাহায্য ছাড়াই খালি গলায় দুর্দান্ত কায়দায় গান গাইতে।

সোশ্যাল মিডিয়া যেমন বর্তমানে প্রতিটি মানুষের মনোরঞ্জনের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ঠিক সেরকমই আরেক শ্রেণীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নিজেদের প্রতিভা প্রকাশের এক অন্যতম প্ল্যাটফর্ম। যার কারনে আট থেকে আশি প্রতিটি মানুষই নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলোকে সমাজে সকলের মাঝে তুলে ধরতে ভীষণভাবে উদ্যোগী। আর এধরনের ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। যেখানে কখনো কাউকে দেখা যাচ্ছে না নাচ আবার কখনো কাউকে দেখা যাচ্ছে গান ও আবৃত্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে।
এদিক থেকে পূর্ণবয়স্ক মানুষের পাশাপাশি পিছিয়ে নেই বাচ্চারাও। বাচ্চাদের মজার ভিডিও হোক কিংবা প্রতিভা প্রদর্শনের ভিডিও প্রায়শই ফোন খুললে তা লক্ষ্য করা যায়। সম্প্রতি সেরকমই একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখা গেল নিজের প্রতিভা সকলের মাঝে প্রকাশ করতে। বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে কোনোরকম যন্ত্রের সাহায্য ছাড়াই খালি গলায় দুর্দান্ত কায়দায় গান গাইতে। আর স্বাভাবিকভাবেই এই খুদে মেয়েটির গান রীতিমতো শোরগোল সৃষ্টি করেছে গোটা নেট দুনিয়ায়।
বর্তমানে ফেসবুকের এক অত্যন্ত জনপ্রিয় নাম হল ‘প্রজ্ঞা মেধা সরকার’ (Pragya Medha Sarkar)। এর আগেও প্রজ্ঞার বহু গানের ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এই বাচ্চাটি তাঁর দেড়-দুই বছর বয়স থেকেই সুন্দর গান করে সকলকে তাক লাগিয়েছেন। সে সমস্ত গানগুলোও সকলের মাঝে প্রকাশ্যে আসতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনদের সিংহভাগ। সম্প্রতি এই গানটিও রীতিমতো আলোড়ন সৃষ্টি করলো গোটা ফেসবুক জুড়ে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রজ্ঞাকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা গান ‘দুগ্গা এলো’ (Dugga Elo) গাইতে। কেবলমাত্র ৫ বছর বয়সেই যে এত সুন্দর তাঁর কণ্ঠস্বর তা সত্যিই প্রশংসাজনক। ভিডিওটিতে প্রজ্ঞার পরনে ছিল একটি হলুদ রঙের চুড়িদার ও সাথে একটি লাল রঙের ওড়না। এর পাশাপাশি মাথায় লাল হেয়ারব্যান্ড ও চোখে কালো কাজল। বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় তিন লক্ষ মানুষের কাছে। আর ভিডিওটিতে দেখে স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে প্রশংসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার জানিয়েছেন যে এই বাচ্চাটি অনেকদূর পর্যন্ত পৌঁছবে।