আধো আধো গলায় জনপ্রিয় বাংলা গান গেয়ে তাক লাগালেন খুদে কন্যা, ভাইরাল ভিডিও
এক ১ কি ২ বছর বয়সী খুদে আধো আধো কণ্ঠে এই জনপ্রিয় গানটি গেয়ে চলেছে।

এমন কিছু কিছু বাংলা গান রয়েছে যেগুলো বহু পুরোনো হলেও এখনো মানুষের মধ্যে এভারগ্রীন। সেরকমই একটি অতি জনপ্রিয় বাংলা গান হলো ‘পরেনা চোখের পলক, কি তোমার রূপের ঝলক’ (Porena Chokher Palak, ki tomar ruper jholok)। বাঙালি হয়ে এই গানটি শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে। তবে এই গানটি যতবারই শোনা গিয়েছে বেশিরভাগ সময়ই শোনা গিয়েছে বড়দের কন্ঠেই। তবে কি কখনো কোনো ছোট্ট গুড়িয়ার কন্ঠে এই সুন্দর গানটিকে শুনেছেন?
সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের নজরকাড়া কাণ্ডকারখানা প্রায়ই উঠে আসে প্রতিটি মানুষের হাতের মুঠোয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নেই কোনোরকম বাধাধরা বিষয়। যার ফলে আট থেকে আশি প্রতিটি মানুষই চায় নিজেদের প্রতিভা গুলোকে সকলের মাঝে প্রকাশ করতে। এমনকি এগুলো হচ্ছেও বাস্তবে। আমাদের সমাজের বহু মানুষ বর্তমানে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে প্রকাশ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে। আর সেই দৌড়ে পিছিয়ে নেই খুদে শিশুরাও।
সম্প্রতি সেরকমই এক ছোট্ট শিশুর এক দুর্দান্ত প্রতিভা উঠে এলো সোশ্যাল মিডিয়ার পর্দায়। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ১ কি ২ বছর বয়সী খুদে আধো আধো কণ্ঠে এই জনপ্রিয় গানটি গেয়ে চলেছে। আর যা দেখে রীতিমতো অবাক প্রতিটি মানুষ। কারণ প্রথম বুলিতেই শিশুটির কণ্ঠে এধরনের গান সত্যিই বিষ্ময়কর একটি বিষয়। যার ফলে ওই খুদের প্রশংসা উজার করে পরছে ওই ভিডিওটি জুড়ে।
‘রিয়া ইন্দ্রানী’ (Riya Indrani) নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয় এই ছোট্ট খুদের গান গাওয়ার এই ভিডিওটি। যেখানে ব্যাকগ্রাউন্ডে প্রথমে শোনা যাচ্ছিল তাঁর মায়ের কণ্ঠস্বর, আর তাঁর মাকে অনুসরণ করেই গান গাইছিল সেই বাচ্চাটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভিডিওটিতে লাইক করার পাশাপাশি বিভিন্নরকম প্রশংসিত মন্তব্যে ভরে গিয়েছে ভিডিওটির কমেন্টবক্স। ভিডিওটিকে দেখে অনেকেই বলেছেন এই ছোট্ট শিশুটি একসময় বড় মাপের একজন গায়ক হবে।