×

Viral Video : সবুজ প্রকৃতির মাঝে ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের তালে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

Viral Video : জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক খুদে কন্যা।

Viral Video :  একটা সময় ছিল, যখন বেশিরভাগ বাচ্চারা লোকজনের সামনে বা ক্যামেরার সামনে নাচতে লজ্জা করতো। আর এখন একটা সময়, যখন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েদের ক্যামেরার সামনে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নাচতে দেখা যায়। মুখমণ্ডলের মিষ্টি হাবভাব, ছোট্ট ছোট্ট আঙুলের মাধ্যমে নৃত্য শৈলী প্রদর্শন করার চেষ্টা, সবটাই যেন মন জুড়িয়ে দেয়।

Viral Video

বহু ছেলেমেয়েই আছে, যাঁরা একদম ছোট্ট বয়স থেকে নাচ শিখতে শুরু করে। ছোট্ট বয়সেই শাড়ি পরে বা ধুতি পরে গোল গোল চোখ পাকিয়ে অসাধারণ এক্সপ্রেশন দেওয়ার মাধ্যমে আলতা মাখা আঙুল ঘুরিয়ে মন ভোলানো পারফরম্যান্স দেয়। আজকালকার প্রতিভাধারী ছোট্ট ছোট্ট পুচকেদের নৃত্য প্রদর্শন রীতিমতো অবাক করে দেওয়ার মতো। এই প্রকৃতির ভিডিও ( Viral Video) দেখলে চোখ সরানো দায় হয়ে পড়ে। কারণ দুর্দান্ত নৃত্য পরিবেশন করার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় খুদে নৃত্য শিল্পীরা।

এখানে দেখুন :  খোলা আকাশের নীচে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে এক খুদে নৃত্য শিল্পীকে জনপ্রিয় লোকগীতিতে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘লাল পাহাড়ির দেশে যা’ (Lal Paharir Deshe Ja) গান। এই গানেতে খয়েরি রঙের ছাপা শাড়ি ও লাল রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় এক ছোট্ট বালিকাকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল ও আইলাইনার, কপালে কলক আঁকা, মাথায় ছোট্ট খোঁপা ও সেই খোঁপায় থাকা বড়ো ফুলে সজ্জিত অবস্থায় খুবই মিষ্টি দেখতে লাগছিল ছোট্ট মেয়েটিকে।

Viral Video :

এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সরগম নৃত্যঙ্গন’ (Sargam Nrityangyan) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওতে মেয়েটি খোলা আকাশের নিচে হলুদ-সবুজ সর্ষে ক্ষেতের মাঝে দুর্দান্ত অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য শৈলী প্রদর্শনের মাধ্যমে নেটিজেনদের অবাক করে রেখে দিয়েছে। ভিডিওটি নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ২ লক্ষ অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।

Related Articles