×

Viral Video : বাড়িতে ছাদে ‘টাপা টিনি’ গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

খোলা ছাদে অসাধারণ ভঙ্গিমায় নাচ করলেন এক খুদে কন্যা।

Viral Video : আজকাল সোশ্যাল মিডিয়া যেন খুদেময়। খুদ বাচ্চাদের নিষ্পাপ আচরণের ভিডিও, আধো আধো বুলির ভিডিও, নাচের ভিডিও, তোতলা উচ্চারণযুক্ত গানের ভিডিও, দুষ্টুমির ভিডিও প্রভৃতিতে ছেয়ে থাকে সোশ্যাল মিডিয়া (Social Media)। খুদে বাচ্চাগুলোর ভিডিও এমনই হয় যে, (Viral Video) ভিডিওগুলো থেকে সহজে চোখ ফেরানো যায় না। কিছু খুদে বাচ্চা তো আবার একটুখানি বয়সেই শিল্পী হয়ে বসে থাকে। সেই সমস্ত বাচ্চাগুলোর ভিডিও দেখে অবাক হয়ে যেতে হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

Viral Video

আজকাল প্রায়শই সোশ্যাল মিডিয়ায় খুদে শিল্পীদের পারফরম্যান্স দেখতে পাওয়া যায়। সাংস্কৃতিক পোশাক পরিহিত অবস্থায় ছোট্ট ছোট হাত ও পায়ের ব্যবহার করে নৃত্য শৈলী পরিবেশনে পারদর্শীতা প্রদর্শন করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছে বহু ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। মুখের অঙ্গিভঙ্গি, চোখের চাউনি একদম অবাক করে মতো। এই ভিডিওগুলো সামনে দেখতে পেলে বাচ্চাগুলোর মায়ার জালে জড়িয়ে পড়েন নেটিজেনরা। ফলস্বরূপ অনেক সময়েই ( Viral Video) ভিডিওগুলো হুলিয়ে শেয়ার হতে দেখা যায় এবং ভাইরাল হতে দেখা যায় ভিডিওগুলোকে।

এখানে দেখুন : বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক ছোট্টমতো গোলুমলু মিষ্টি মেয়েকে খুবই মিষ্টি এক্সপ্রেশন সহকারে বাংলার এক জনপ্রিয় গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘বেলাশুরু’ সিনেমার ‘টাপাটিনি’ গান এবং এই গানে লাল পাড় বিশিষ্ট হলুদ শাড়ি ও লাল ব্লাউজ পরিহিত অবস্থায় দুর্দান্তভাবে নৃত্য শৈলী প্রদর্শন করতে দেখা যায় ছোট্ট মেয়েটিকে।

Viral Video

ছোট্ট হাতের ছোট্ট আঙুলে আলতা, মাথায় খোঁপা ও সেই খোঁপা থেকেই বেরিয়ে আসা টিকলি ও খোঁপায় জড়ানো থাকা সাদা ফুলের মালায় খুদে শিল্পীটিকে খুবই মিষ্টি লাগে দেখতে। খুদে শিল্পীর মনভোলানো নিষ্পাপ মিষ্টি এক্সপ্রেশন দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স উইথ আয়াত’ (Dance With Ayat) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নেটিজেনদের এতটাই পছন্দ হয়েছে যে, এর ভিউয়ার্সের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। ভিডিওটিকে প্রায় শয়ে শয়ে মানুষ পছন্দও করে ফেলেছেন।

Related Articles