×

খোলা মাঠে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের তালে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

নীল আকাশের নিচে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক খুদে কন্যা।

এক খুদে মেয়ের নাচ নেটদুনিয়া মাতিয়ে দিয়েছে। জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গে বাচ্চা মেয়েটির নাচ নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। বর্তমান সময়ে যে নেটদুনিয়া প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি আর কারোরই অজানা নেই। ভিন্ন ভিন্ন বয়সের মানুষ নেটদুনিয়ায় নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন বিষয়ের ভিডিও পোস্ট করতে পারেন।

ইন্টারনেটের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে খুব সহজেই এখন অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর এইভাবেই নেটদুনিয়ায় হামেশাই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হ‌ওয়া ভিডিওর মধ্যে বাচ্চাদের‌ও প্রতিভার নিদর্শন দেখতে যায়। যদি খুদেরা তাক লাগিয়ে দেওয়ার মতো প্রতিভা প্রদর্শন করে তবে স্বাভাবিকভাবেই সেইসব ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ইউটিউবে তেমনভাবেই এক বাচ্চা মেয়ের নাচের ভিডিও হয়েছে। খোলা পরিবেশে সবুজ মাঠের মধ্যে দাঁড়িয়ে মোনালিসা নামক এক খুদে জনপ্রিয় বাংলা লোকগীতি ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর (Moyna Cholat Cholat) সঙ্গে নাচ পরিবেশন করেছেন। হলুদ শাড়ি-লাল ব্লাউজ, মানানসই গয়না পরে খোঁপায় ফুল-পাতা লাগিয়ে সাঁওতালি ধাঁচে সেজে ওই খুদে নাচ করেছেন।

গানের তালে তালে বাচ্চা মেয়েটির নাচ ও এক্সপ্রেশন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাঁর নাচ দেখে স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে তাঁরা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ‘DN Monalisa’ নামক ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে পোস্ট করা এই ভিডিওটি ৯ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন। ভিডিওটির কমেন্ট বক্স ‘ভেরি নাইস’, ‘সো কিউট’, ‘ওয়াও’, ‘খুব সুন্দর’, ‘অসাধারণ লাগলো’ প্রভৃতি প্রশংসাসূচক মন্তব্যে ছেয়ে গিয়েছে।

Related Articles