×

Moyna Cholat Cholat : খোলা আকাশের নীচে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

'ময়না ছলাৎ ছলাৎ' (Moyna Cholat Cholat) গানের সঙ্গে এক খুদে মেয়ের অসাধারন নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

‘ময়না ছলাৎ ছলাৎ’ (Moyna Cholat Cholat) গানের সঙ্গে এক খুদে মেয়ের অসাধারন নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাঁর নাচের ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। বস্তুত নেট দুনিয়ায় হামেশাই বিভিন্ন বয়সী মেয়েদের বিভিন্ন ধরণের গানের সাথে নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। নাচ দেখতে কম-বেশি প্রত্যেকেই পছন্দ করেন, আর তার জেরেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর মধ্যে এক বড়ো অংশজুড়ে নাচের ভিডিও দেখতে পাওয়া যায়।

বর্তমান এই সময় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়াকে নিজেদের বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অপরদিকে, অনেকেই এই বিষয়টিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রতিভার স্বাধীনভাবে প্রকাশ করে থাকেন। এই ধরনের প্রতিভার বিকাশ মূলত ইউটিউবের মাধ্যমে করা হয়, ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে যে যার ইচ্ছেমতো নাচ-গান-অভিনয়-আঁকা প্রভৃতি যা ইচ্ছে ভিডিও পোস্ট করতে পারেন, আর এইভাবে অনেকেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন।

সম্প্রতি তেমনভাবেই এক বাচ্চা মেয়ের নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। খোলা আকাশের নীচে সবুজ পরিবেশে ওই খুদে জনপ্রিয় বাংলা লোকগীতি ‘ময়না ছলাৎ ছলাৎ’ (Moyna Cholat Cholat)-এর সঙ্গে এই নাচ পরিবেশন করেছেন। ভিডিওতে সাঁওতালি ধাঁচে লাল পাড় দেওয়া হলুদ শাড়ি, লাল ব্লাউজ, হাতে-গলায়-কোমরে মানানসই গয়না ও কপালে লাল টিপ পরে চুলে গাঁদা ফুলের মালা লাগিয়ে মিষ্টি সাজে ওই মেয়েটি সেজেছেন।

এইটুকু বয়সে গানের সঙ্গে সঙ্গে তাঁর দুর্দান্ত এক্সপ্রেশন, এনার্জি, প্রাণবন্ত নাচ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। গানের তালে তালে খুদে মেয়েটির করা দক্ষ স্টেপস সত্যিই প্রশংসার দাবি রাখে। এক গাঁদা ফুলের ক্ষেতে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। বাচ্চা মেয়েটির মনমাতানো নাচ নেটিজেনদের মুগ্ধ করেছে।

Related Articles