×

প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ বেলি ড্যান্স খুদে কন্যার, ভাইরাল ভিডিও

একটি বাচ্চা মেয়ে সেজেগুজে স্টেজের মধ্যে ডান্স পারফর্ম করছে।

সোশ্যাল মিডিয়া বর্তমানে প্রতিটি মানুষের কাছেই হয়ে উঠেছে নিজেদের প্রতিভা প্রকাশ করার এক অন্যতম প্ল্যাটফর্ম। যার কারণে এর দৌলতে বর্তমানে প্রায়ই চোখে পড়ে বিভিন্ন বয়সী মানুষের প্রতিভা। ইন্টারনেটের যুগে নাচের ভিডিওই বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি টপিক। সেরকমই বছর তিনেক আগে একটি ভিডিও গোটা নেট দুনিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যেখানে দেখা গিয়েছিল একটি ছোট্ট মেয়ের নাচ। আর যা দেখে রীতিমতো চমকে গিয়েছিল গোটা নেট পাড়া। সম্প্রতি সেই ভিডিওটি নতুন করে প্রকাশ্যে আসতেই তা আবার রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে সেজেগুজে স্টেজের মধ্যে ডান্স পারফর্ম করছে। তবে এ আর নতুন কি! প্রায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে এ ধরনের ভিডিও। কিন্তু ভিডিওটিতে আশ্চর্যজনক হলো ভিডিওটিতে ওই বাচ্চা মেয়েটিকে যেই নাচ পারফর্ম করতে দেখা যাচ্ছে তা হল ‘বেলি ডান্স’। এই বয়সে এধরনের শক্ত নাচ যে সে এত নিপুনতার সাথে করছে তা বিশেষ করে অবাক করেছে প্রত্যেককে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ওই বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে একটি লাল রঙের ড্রেসে। যা তাঁর নাচের সাথে যথেষ্ট মানানসই।

জানতে পারা যায় যে, ‘গালা শো চ্যাম্পিয়নশিপ অফ এশিয়া ২০১৮’ (Gala Show Championship of Asia 2018)-তে পারফর্ম করেছিল এই মেয়েটি। যেখানে দুর্দান্ত কায়দায় করা তাঁর নৃত্য পরিবেশন সকলের নজর কেড়েছিল। তবে ভিডিওটির শুরুতে সেই শোয়ের সঞ্চালক যে কথাগুলো বলেন তা স্পষ্টত বোঝা সম্ভব হয়নি। বর্তমানে এই নাচের ভিডিওটি ইউটিউবে প্রায় ১৬ মিলিয়নের বেশি ভিউজ ছাড়িয়ে গিয়েছে।

ভিউজের পাশাপাশি ভিডিওটিকে লাইক করে নানারকম সুন্দর সুন্দর কমেন্ট করেছেন নেটিজেনরা। ‘Zhuldyz dance studio’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় ছোট্ট মেয়েটির ডান্স পারফরমেন্সের এই ভিডিওটি। যা বছর তিনেক আগে ইউটিউবে আপলোড হলেও নতুন করে ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা আবার ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে। ফলে আবার আগের মতো নতুন করে প্রশংসা কুড়োচ্ছে সেই মেয়েটির নাচের প্রতিভা।

Related Articles