×

একেই বলে বন্ধুত্ব! গরুর সাথে খেলায় মত্ত খুদে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে ধরা হয়, এমনকি গরুকে মাতৃত্বের দরজা দেওয়া হয়।

বর্তমান সময়ে টিভি ও সংবাদপত্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মানুষের বিনোদনের জায়গা হয়ে উঠেছে। এখানে প্রত্যেকেই আসেন বিনোদন খোঁজার তাগিদে। আর সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল ভিডিওর সম্ভার। যেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। আর সেই ভিডিওগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিডিও হল বিভিন্ন পশুপাখিদের ভিডিও। বন্য পশুপাখি হোক কিংবা বাড়ির পোষ্য পশু-পাখির ভিডিও সবই বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রতিটি মানুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মনোমুগ্ধকর ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক খুদে শিশু খেলার মত্ত হয়েছে একটি গরুর সাথে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই পুঁচকে শিশুটি আনমনে অবলীলায় খেলা করে চলেছে ওই গরুটির সাথে। যেখানে নেই কোনরকম স্বার্থ ও কোনরকম বাঁধন। ওই ছোট্ট শিশুটি কখনো গরুটিকে চেপে ধরে মাটিতে শুইয়ে দিচ্ছে আবার কখনো গরুটির ওপর নিজে শুয়ে পরছে। যেন সে নিজের মায়ের সাথে খুনসুটি করছে।

ভিডিওটি ভাইরাল হতেই ভিডিওটিতে দেখে হাসিতে মেতেছেন নেটিজেনদের সিংহভাগ। টুইটারে অঙ্কিতা নামক এক যুবতী নিজের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছেন। তিনি ভিডিওটি আপলোড করার সাথে সাথে সেটার ক্যাপশনে লিখেছেন, ‘নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন’।‌ ভিডিওটিতে ছোট্ট শিশুটির পরনে রয়েছে একটি নীল রঙের হাফপ্যান্ট ও সবুজ রঙের জামা। হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে ধরা হয়। এমনকি গরুকে মাতৃত্বের দরজা দেওয়া হয়।

ফলে গরুটিও বাচ্চাটির খুনসুটিতে কোনোরকম বিরক্ত না হয়ে বাচ্চাটিকে আদর ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। ইতিমধ্যে ভিডিওটির ভিউজ প্রায় ১০ লক্ষের বেশি পেরিয়ে গেছে। পাশাপাশি ভিডিওটি জুড়ে লাইক পরেছে ৭৭ হাজারের বেশি। এছাড়াও বাচ্চাটির খুনসুটি দেখে বিভিন্নরকম মন্তব্য করেছেন বহু মানুষ। এমনকি কেউ কেউ সেই শিশুটিকে স্বয়ং গোপালের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ভিডিওটি যে সমস্ত নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles