×

ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে দুর্দান্ত গান গাইল এই বালক, তুমুল ভাইরাল ভিডিও

'বডিগার্ড' সিনেমার 'তেরি মেরি' গান গেয়ে ভাইরাল এই বালক।

সোশ্যাল মিডিয়া ভাইরাল ফটো ও ভিডিওর জন্মস্থানে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে প্রতিনিয়ত নানা ধরণের ফটো ও ভিডিও ভাইরাল হচ্ছে। আমজনতা সহ সেলিব্রিটি সবাইকেই আজকাল সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা যায়। এই যুগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা কন্টেন্ট সাধারণ মানুষের হোক বা তারকাদের, ভাইরাল হতে দেরি লাগে না।

সোশ্যাল মিডিয়ার কোনো কোণে হাসির ভিডিও দেখতে পাওয়া যায়, আবার কোনো কোণে ছড়িয়ে থাকতে দেখা যায় নানান রকমের মিম। বিনোদন থেকে জ্ঞানমূলক, বিরহ থেকে হাস্যরসাত্মক সব রকমেরই ভিডিও উপস্থিত থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও কখনও সবাইকে অবাক করে দেওয়া বিরল প্রকৃতির ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এককথায় সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার মনোরঞ্জনের ময়দানে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে এক ছোট বাচ্চাকে কাঁধে ঢোল ঝুলিয়ে গান গাইতে দেখা যায়। ছোট বালকটির ঢোল বাজানোর পারদর্শীতা দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। ট্রেন চলেছে, ট্রেনের কামরা যাত্রীতে পরিপূর্ণ। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। এই অবস্থাতেই এক বালক ট্রেনের কামরার মাঝে দাঁড়িয়ে কাঁধে ঢোল ঝুলিয়ে বলিউডের এক জনপ্রিয় গান গায়।

উল্লেখ্য, বালকটিকে সাবলীলভাবে সলমন খান অভিনীত ‘বডিগার্ড’ সিনেমার ‘তেরি মেরি’ (Teri Meri) গান গাইতে দেখা যায়। বালকটির পোশাক ছিল একদম সাধাসিধে ধরণের। উসকো খুসকো চুলে বেগুনি রঙের একটা পুরোনো শার্ট ও হাফ প্যান্ট পরে দর্শকদের মনে স্থান দখল করে নেয় বালকটি। ক্ষুদে শিল্পীর প্রতিভা দেখে অবাক হয়ে প্রশংসা করেছেন নেটিজেনরা।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রামধনু’ (Ramdhanu) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ৮ হাজারের মতো মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করেছেন।

Related Articles