ঘন জঙ্গলের মধ্যে চিতা বাঘের সাথে তুমুল লড়াই বিশালাকার পাইথনের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একটি বিশাল আকৃতির পাইথনের (Giant Python) সঙ্গে একটি চিতা বাঘের (Leopard) লড়াইয়ের।

সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রায়ই জীবজন্তুদের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এর মধ্যে সাপের ভিডিও প্রচুর রয়েছে। সাপেদের লড়াই বা সাপেদের মধ্যে শঙ্খ লাগা এরকম ভিডিও হামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। ভিডিওটি একটি বিশাল আকৃতির পাইথনের (Giant Python) সঙ্গে একটি চিতা বাঘের (Leopard) লড়াইয়ের। ভয়ানক এই ভিডিও দেখে আতঙ্কে শিহরিত নেট দুনিয়ার মানুষ।
ভিডিওটির শুরুতেই দেখা যায় কয়েকটা চিতাবাঘের ছানা তাদের মায়ের সঙ্গে খেলা করছে। তৎক্ষণাৎ একটা পাইথন এগিয়ে আসতে থাকে ছানাগুলোর দিকে। একটা ছানা কৌতূহলী হয়ে পাইথনের কাছে গেলে পাইথনটি মুখ বাড়িয়ে ছানাটাকে খেতে আসে কিন্তু ছানাটা বুঝতে পেরে সেই মুহূর্তে সরে যায়। এরপর একটা বড় চিতা বাঘের সাথে পাইথনের যুদ্ধ শুরু হয়। পাইথনটি চিতা বাঘটিকে পেঁচিয়ে ধরে এবং চিতা বাঘটিও পাইথনের গায়ে তার ধারালো দাঁত দিয়ে কামড় বসাতে থাকে। ভয়ানক এই যুদ্ধ দেখে আতঙ্কিত নেট দুনিয়ার মানুষ। তবে শেষ পর্যন্ত কার জয় হয়েছে তা জানা যায়নি।
চিতা বাঘ ও পাইথন দুটোই নিজেদের প্রজাতি অনুযায়ী অত্যন্ত শক্তিশালী। উভয়েরই শিকার করা বা আক্রমণ করার ধরন একেবারেই আলাদা। পাইথন পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। আদিম এই সাপ বিষধর হয় না। তবে এরা তাদের শিকার ধরার সময় শিকারকে এমন ভাবে পেঁচিয়ে ধরে যাতে শিকারের দম বন্ধ হয়ে যায় এবং তারপর তারা শিকারকে মাথার দিক থেকে গিলে খেতে শুরু করে। এর ফলে শিকারের বাধা দেওয়া ক্ষমতা সেভাবে থাকে না। খাবার হজম করতে এদের প্রায় একদিন সময় লাগে। এরা কোন মৃত জিনিস খায় না।
ওয়াইল্ড এনিমাল থিংস (Wild Animal Things) নামক একটি ইউটিউব (YouTube) চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। ইউটিউব (YouTube) থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করা হলে এটি ভাইরাল হয়ে যায়। এখনো পর্যন্ত ভিডিওটি প্রায় ১ কোটি মানুষ দেখেছেন এবং ৩৮ হাজার মানুষ লাইক করেছেন ভিডিওটিতে। এছাড়া প্রচুর মানুষ ভিডিওটিতে কমেন্ট করেছেন। অধিকাংশের মতে এই ধরনের ভিডিও আরও বেশি করে সামনে আসা উচিত। নেটিজেনরা ভিডিওটিকে অত্যন্ত ভয়ানক বলে দাবি করেছেন।