×

রূপে ও গলার কন্ঠে অবিকল কুমার শানু, দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন বর্ধমানের এই যুবক

এই ব্যক্তির কণ্ঠস্বরের পাশাপাশি চেহারাতেও একেবারে হুবহু মিল কুমার শানুর সাথে।

গোটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় বন্দি। হাতে থাকা স্মার্টফোনের কারণে পৃথিবীর আনাচে-কানাচে ঘটে যাওয়া নানান অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে পারছি আমরা। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে থাকা মানুষগুলোও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে জীবনের মানে পাল্টে গিয়েছে এরকম প্রচুর মানুষ রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরো এক ব্যক্তিকে ভাইরাল হতে দেখা গেল। তবে তার ভাইরাল হওয়ার কারণ জানলে অবাক হবেন আপনি।

এই প্রতিবেদনে আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলছি তিনি হলেন রামপুরহাটের ‘কাজীবর রহমান’। স্থানীয়রা এই ব্যক্তিকে ‘কাজী’ নামে চেনেন। তবে এই ব্যক্তির অন্য আরেকটি পরিচয় রয়েছে সোশ্যাল মাধ্যমে। এই ব্যক্তিকে বীরভূমের ‘কুমার শানু লাইট’ বলা হয়। হঠাৎ কেন এরকম একটি নামে পরিচিতি পেয়েছেন তিনি সেটাই ভাবছেন তো? বলে রাখি এই ব্যক্তি কণ্ঠস্বর যদি আপনি চোখ বন্ধ করে শোনেন তাহলে বুঝতেই পারবেন না যে কুমার শানু (Kumar Shanu) নয়, বরং কাজীবর রহমান গান গাইছেন। শুধু গান নয় খুব ভালো করে না দেখলে বুঝতেই পারবেন না যে ইনি কুমার শানু নন। অর্থাৎ এই ব্যক্তির কণ্ঠস্বরের পাশাপাশি চেহারাতেও একেবারে হুবহু মিল কুমার শানুর সাথে।

ইতিমধ্যে তিনি একাধিক গান রেকর্ড করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। ‘কুমার শানু লাইট’এর খবর পেয়ে মিডিয়া পৌঁছে গিয়েছিল রামপুরহাটে। সেখানে মিডিয়ার পক্ষ থেকে কাজিবর রহমানকে জিজ্ঞেস করা হয়, কিভাবে তিনি কাজীবর রহমান থেকে কুমার শানু হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তরে কাজীবর রহমান বলেন, প্রথমে তিনি ‘কিশোর কুমারের'(Kishore Kumar) গান গাওয়ার চেষ্টা করতেন। কিন্তু অনেকেই নাকি তাকে বলেছেন তার কণ্ঠস্বর কুমার শানুর সাথে মেলে। শুধু তাই নয় তাকে দেখতেও অনেকটা কুমার শানুর মতোই। এরপরেই তিনি কুমার শানু কে নকল করা শুরু করেন।

এরপর কাজীবর রহমান আরো বলেন, তিনি যখন স্টেজে গান গাইতে উঠতেন তখন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে দর্শক সকলেই নাকি বলতেন যে কিশোর কুমারের গান গাইলেও তাঁর গান গাওয়ার স্টাইল, কথাবার্তার ধরন সবকিছুই নাকি শানুজীর সাথে মেলে। এছাড়া তিনি আরো বলেন যে বাড়ি থেকে তাকে ফুল সাপোর্ট করা হয় প্রতিবেশীরাও তার গান শুনতে পছন্দ করে। এরপর তিনি বলেন, কিশোর কুমারের সাথে কখনোই আর দেখা হবে না কারণ তিনি পৃথিবীতেই নেই। কিন্তু শানুজীর এর সাথে একবার দেখা করার ইচ্ছে রয়েছে তাঁর।

বীরভূমের ‘কুমার শানু লাইট’এর এই ভিডিওটি ইউটিউবে (youtube) এই সময়ের (Ei Samay) নামক চ্যানেল থেকে ৩ দিন আগে আপলোড করা হয়েছে। ইতিমধ্যে প্রায় এক লোকের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়া ভিডিওটি প্রচুর মানুষ লাইক এবং কমেন্ট করেছে। ওয়েলকাম মানুষই কমেন্ট করে জানিয়েছেন যে প্রথম অবস্থায় তারা বুঝতেই পারেনি যে, এটা কুমার শানু নয়। হয়তো বলে না দিলে বা খুব ভালোভাবে না দেখলে বোঝা সম্ভব নয় যে ইনি কুমার শানু গান, অন্য ব্যক্তি।

Related Articles