×

বাড়িতে হঠাৎ ঢুকে পড়েছে বিরল প্রজাতির বিষধর সাপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া

ভাইরাল হওয়া ভিডিওর সাপটিকে দেখলে বোঝা যাচ্ছে, সেটি 'ক্রেইট' অর্থাৎ 'শঙ্খিনী' প্রজাতির সাপ।

সাপ হলো এমন একটি প্রাণী যার কথা কানে এলেই সকলে শিহরিত হয়ে ওঠেন। সাপ বিষধর হোক কিংবা বিষহীন এদের থেকে যত দূরত্ব রেখে চলা যায় ততই মঙ্গল। গোটা পৃথিবী জুড়ে প্রায় ২৯০০ প্রজাতির সাপ রয়েছে। ‌ যাদের মধ্যে খুব কম সংখ্যক সাপকেই আমরা চিনি। আর মাঝে মাঝেই বিভিন্ন প্রজাতির সাপেদের ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে আসতে দেখা যায়। সাধারণত সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাপেদের ভিডিওগুলি বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে।

সম্প্রতি সেরকমই একটি সাপের ভিডিও তুমুল সাড়া ফেলেছে গোটা নেট দুনিয়া জুড়ে। যেখানে দেখা যাচ্ছে একটি ‘ক্রেইট’ অর্থাৎ ‘শঙ্খিনী’ প্রজাতির সাপ। এই সাপটিকে দেখতে অত্যন্ত শান্ত স্বভাবের মনে হলেও এটি খুবই বিষধর একটি সাপ। যার কারণে এই সাপটিকে দেখলে যে কারোরই গা শিউরে উঠবে। তবে এই সাপটি অত্যন্ত বিষাক্ত হলেও এর বিষের বহু উপকারিতা রয়েছে। এই সাপের বিষ অনেক কাজে ব্যবহার করা হয়। গ্রামবাংলায় এই সাপটিকে শাখামুটি, শঙ্খচুড় বা কালকেউটে নামে ডাকা হয়। আবার অনেকে এটিকে দুমুখো সাপ বলেও চেনেন।

এধরনের সাপের লেজ সাধারণত অন্যান্য প্রজাতির সাপেদের তুলনায় লম্বা হয়। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাড়ির বন্ধ দরজার পাশে গুটিসুটি মেরে বসে রয়েছে এই বিষাক্ত সাপটি। আর স্বাভাবিকভাবেই এধরনের বিষাক্ত সাপ দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়েছেন সেই বাড়িতে বসবাস করা মানুষেরা। অতঃপর সাপটিকে সেখান থেকে বের করতে ডেকে আনা হয় এক প্রশিক্ষণপ্রাপ্ত সাপ ধরা ব্যক্তি কে। তারপর ওই ব্যক্তি সেখানে এসে সাপটিকে খোঁচা দিতেই সাপটি বাড়ির দরজা দিয়ে ঢোকার অনেক চেষ্টা করে‌। তবে ওই ব্যক্তিও অত্যন্ত নাছোড়বান্দা। তিনি সাপটিকে শেষমেষ স্টিলের লাঠির সাহায্যে ধরে কৌটোবন্দী করেন।

সম্প্রতি ‘নাগ লোক’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় হাড়হিম করা সাপের এই ভিডিওটি। তবে এই চ্যানেলটিতে এই ভিডিওটি ছাড়াও আরো বহু সাপের ভিডিও রয়েছে। যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠতে বাধ্য সকলের। ইতিমধ্যে এই ভিডিওটির ভিউজ পেরিয়ে গেছে প্রায় কয়েক হাজার। অস্বাভাবিকভাবেই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য তুলে ধরেছেন একাধিক মানুষ। স্বভাবতই এই প্রজাতির সাপের কর্মকাণ্ড দেখে শিহরিত অনেকে।

Related Articles