×

কাঁচের গ্লাসে মুখ ডুবিয়ে জল পান করছে কিং কোবরা! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি কাঁচের গ্লাসে জলপান করতে দেখা গেল। এই সাপ আবার যা তা সাপ নয়, বিষাক্ত কিং কোবরা!

বৈশাখের ক্রমশ বর্দ্ধমান তাপমাত্রায় ওষ্ঠাগত মানুষের জীবন। কারোর বাড়িতে এসি আছে, কারোর বাড়িতে নাই। কারোর দোতলা বাড়ি আছে, কেউ একতলা কংক্রিটের বাড়িতে থাকেন। আবার কারোর পাকা ছাদ আছে, তো কারোর সেটাও নেই। গ্রীষ্মের দাবদাহের মাঝে এভাবেই চলছে সাধারণ মানুষের জীবন। এইসবের মাঝে উষ্ণ পরিবেশে জন্তু জানোয়াররা কীভাবে আছে, সেই খবর কি কেউ রেখেছে? পথকুকুর, সাপ, বিড়াল, পাখি কীভাবে বেঁচে আছে সেটা কি কেউ জানে?

প্রতিদিন হ্রাস পাচ্ছে গাছপালার সংখ্যা। তৈরি হচ্ছে ইমারত, কাটছে বন জঙ্গল, ভরাট হচ্ছে পুকুর, বসবাসযোগ্য এলাকা হারাচ্ছে পাখিরা, সাপেরা। একাধিক প্রজাতি নিশ্চিহ্ন হতে দেখা যাচ্ছে। তবে এরই মাঝে কিছু প্রাণীদের আবার পরিস্থিতির সঙ্গেই মোকাবিলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই কঠিন পরিস্থিতিতেও কীভাবে টিকে থাকতে হয় খুঁজে খুঁজে সেই উপায় বের করতে দেখা যাচ্ছে। সম্প্রতি সাপের এমনই এক ভিডিও প্রকাশ্যে আসার পরে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেল।

সাপ সাধারণত জলের খোঁজে জলজ এলাকায় তথা পুকুরে, নদীতে, জলাশয়ে প্রভৃতিতে যায়। তবে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে সাপটিকে একটি কাঁচের গ্লাসে জলপান করতে দেখা গেল। এই সাপ আবার যা তা সাপ নয়, বিষাক্ত কিং কোবরা! আকারেও বেশ বড়ো। এই সাপটিকে ভিডিওর শুরুতে জঙ্গল ছেড়ে এক লোকালয়ে প্রবেশ করতে দেখা যায়। এই দৃশ্য দেখে দর্শকরা প্রথমে আতঁকে উঠলেও, এর ঠিক পরেই যে ঘটনাটি ঘটে তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। ভিডিও এগোতেই দেখা যায় সাপটি এক ব্যক্তির বাড়ি যায় এবং সেখানে এক মানুষের হাতে এগিয়ে দেওয়া কাঁচের গ্লাসে থাকা জল পান করে।

ভিডিওটি যদিও ভারতের নয়, বিদেশেরই। তবে ভিডিওটিতে জঙ্গলের হিংস্র প্রাণীর এই অবাক করে দেওয়া শান্ত রূপ দেখে বিস্মিত হয়ে গেছেন নেটিজেনরা। বহু মানুষ এই ভিডিওটিকে দেখে ফেলেছেন এবং অনেকে ভিডিওটিকে পছন্দ করেছেন।

Related Articles