খোলা আকাশের নিচে ‘চকা চক’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জয়ন্তীকে হলুদ ব্লাউজ এবং হলুদ ও সবুজ রঙের মিশ্রণে তৈরি শাড়ি পরে নাচ করতে দেখা যায়।

বিনোদন ও সোশ্যাল মিডিয়া একের অপরের জগতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উভয়ই সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বৰ্তমানে মানুষ আর বিনোদনের জন্য টিভির সামনে বসে থাকার অপেক্ষা করে না। সঠিক নেট পরিষেবা ও উপযুক্ত প্রযুক্তির উপস্থিতিতে মুঠোফোন ব্যবহার করে মুহূর্তের মধ্যে মনোরঞ্জন করায় বিশ্বাসী, বর্তমান প্রজন্মের মানুষ। আর তাই যতদিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ছে বৈকি কমছে না।
সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন ধরণের প্রতিভার সাক্ষী থাকার সুযোগ পাওয়া যায়। এই প্ল্যাটফর্মে প্রতিদিন অগুনিতক ভিডিও পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েটররা। যার ফলে একদিকে সাধারণ মানুষ যেমন মনোরঞ্জন করার সুযোগ পান, তেমনই প্রশিক্ষিত শিল্পীরা তাঁদের প্রতিভা জনসাধারণের সামনে তুলে ধরার সুযোগ পান। এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে পড়লেই কমেন্ট, লাইক ও মন্তব্যের জেরে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে নির্জন মাঠের মাঝে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা ‘অক্ষয় কুমার’ ও ‘সারা আলি’ অভিনীত ‘আতরাঙ্গি রে’ (Atrangi re) সিনেমার ‘চাকা চাক’ (Chaka Chak) গানেতে যুবতীকে দুর্দান্ত অঙ্গিভঙ্গিতে নাচ করতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে জেসি’স ওয়ার্ল্ড (JC’s World) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম ‘জয়ন্তী চক্রবর্তী’ (Jayanti Chakraborty)। জয়ন্তী নিজের নাচের ভিডিও নিজের চ্যানেল থেকে পোস্ট করে থাকেন। ভিডিওটিতে জয়ন্তীকে হলুদ ব্লাউজ এবং হলুদ ও সবুজ রঙের মিশ্রণে তৈরি শাড়ি পরে নাচ করতে দেখা যায়। ঠোঁটে ডার্ক লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, কোমর পর্যন্ত খোলা চুল ও কানে সোনালি রঙের দুল তাঁর সাজের মানান আরও বাড়িয়ে দেয়। জয়ন্তীর দুর্দান্ত ফেসিয়াল এক্সপ্রেশন ও লম্বা চুলের কার্যকলাপ থেকে চোখ সরাতে পারেননি নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে ১.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৩২ হাজার মানুষ পছন্দ করেছেন।