×

টাইট পোশাকে স্পষ্ট বক্ষযুগল, নির্লজ্জের সমস্ত সীমা পার করলেন ‘শ্রীদেবী কন্যা’ জাহ্নবী

বর্তমানে প্রায়শই অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Jahnvi Kapoor) নাম খবরের শিরোনামে থাকতে দেখা যায়।

বর্তমানে প্রায়শই অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Jahnvi Kapoor) নাম খবরের শিরোনামে থাকতে দেখা যায়। বিভিন্ন ধরণের কার্যকলাপের জন্য তাঁর নাম খবরের শিরোনামে চলে আসে। আর পাঁচটা অভিনেত্রীর মতোই বর্তমানে চর্চিত অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। তাঁর নাম কখনও সিনেমার জন্য চর্চায় থাকতে দেখা যায়, আবার কখনও ব্যক্তিগত ভিডিওর জন্য চর্চার বিষয় হয়ে উঠতে দেখা যায়।

সৌন্দর্য ও হট ফিগারের এক অসাধারণ মিশ্রণ জাহ্নবী কাপুর। কখনও দেশীয় পোশাকে ব্লাউজহীন শাড়িতে আবার কখনও বিদেশীয় ওয়ার্ক আউট পোশাকে নিজেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ধরা দেন তিনি। অনুরাগীদের কাছে তিনি স্বর্গের অপ্সরার থেকে কিছু কম নন। আর তাই হয়তো তাঁর কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি বলিউড অভিনেত্রী জাহ্নবীর এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যেতে দেখা গেল। ভিডিওটিতে তাঁকে জিমে ব্যস্ত থাকতে দেখা গেছে। তাঁর পরণে দেখা গিয়েছে ওয়ার্কআউট করার পোশাক। একইসঙ্গে আর পাঁচটা বারের মতোই তাঁর মধ্যে দেখা গিয়েছে স্টাইলিশ লুকের উপস্থিতি। ভিডিওতে রীতিমতো ঘাম ঝরানো ওয়ার্ক আউট করতে দেখা যায় তাঁকে।

জাহ্নবী মূলত ওয়ার্ক আউট করার জন্য ওয়ার্ক আউট স্পেশাল ব্রালেট ও শর্টস পরেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর পার্সোনাল ট্রেনারকেও। তিনি ভিডিওর শুরুতে পার্সোনাল ট্রেনারের তত্ত্বাবধানে হাতে ডাম্বেল নিয়ে ওয়ার্ক আউট করছিলেন। ভিডিও এগোলে তাঁকে আরও বিবিধ রকমের কসরতে ব্যস্ত থাকতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সিডিএস ইন্ডিয়া’ (CDS India) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে। আর তাই হয়তো ভিডিওটি ৩৮ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।

Related Articles