‘ঝুমে যো পাঠান’, গানের তালে উদ্দাম নাচ ইন্দোনেশিয়ান যুগলের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
নতুন বছরের শুরুতেই বক্স অফিস কাঁপাচ্ছে বলিউডের বাদশা 'শাহরুখ খান', 'দীপিকা পাডুকোন' ও 'জন আব্রাহাম' অভিনীত সিনেমা 'পাঠান' ()।

নতুন বছরের শুরুতেই বক্স অফিস কাঁপাচ্ছে বলিউডের বাদশা ‘শাহরুখ খান’ (Sahrukh Khan), ‘দীপিকা পাডুকোন’ (Deepika Padukone) ও ‘জন আব্রাহাম’ (John Abraham) অভিনীত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। ইতিমধ্যে এই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক অর্জন করেছে। আর ইতিমধ্যেই এই সিনেমাটির দুটি গান ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। যার মধ্যে প্রথমে ‘বেশরম রং’ গানটি নিয়ে শুরু হয়েছিল একাধিক তরজা। যা চলেছিল বিভিন্ন রকম মহলে। তবে এর পরেই রিলিজ হওয়া অরিজিৎ সিং এর কন্ঠে ‘ঝুমে যো পাঠান’ গানটিতে দীপিকা পাডুকোন এর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে পরে সকলে।
বর্তমানে সেই গানেরই বিভিন্ন রকম প্রতিচ্ছবি দেখাচ্ছে নেট নাগরিকদের একাংশ। ভারতের পাশাপাশি বিদেশী বহু মানুষ এই গানটিকে পুনর্গঠন করেছে। আর যা বর্তমানে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটের বিভিন্ন রকম প্লাটফর্মে। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি ডান্স গ্রুপের পক্ষ থেকে সম্পূর্ণ নাচটিকে পুনর্গঠন করা হয়েছে। তবে তাদের পুনর্গঠন করা নাচটিকে দেখলে বোঝা দায় যে সেটা দীপিকা ও শাহরুখের ঝুমে যো পাঠানের পারফরমেন্স নাকি ইন্দোনেশিয়ার মাটিতে তৈরি কোনো পারফরমেন্স।
ভিডিওটিতে দেখা যাচ্ছে হুবহু শাহরুখ ও দীপিকার মতো সেজেছে তারা। আর তাঁদের মতোই হুবহু কোরিওগ্রাফি করছে দুজন। তাঁদের নাচের যে অদ্ভুতভাবে মিল রয়েছে তা যে কেউই দেখলেই বলে দিতে পারবে। তারা প্রতিটি স্টেপই দুর্দান্তভাবে মিলিয়ে তুলেছিল অরিজিনাল ঝুমে যো পাঠান গানের কোরিওগ্রাফির সাথে। তাঁদের মাধ্যমে প্রকাশিত করা ভিডিওর স্ক্রিনটিতে চোখ রাখলে দেখা গিয়েছিল, সেখানে দুটি ভাগ রয়েছে। একটি ভাগে রয়েছে ইন্দোনেশিয়ার ওই ডান্স গ্রুপের পারফর্ম করা নাচ। আরেকটিতে রয়েছে শাহরুখ ও দীপিকার নাচ।
তারা মূলত এরকম ডবল ভিডিও ব্যবহার করেছে মূলত বোঝানোর জন্য যে দুটো রাজ্যের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। আর স্বাভাবিকভাবেই ভিডিওটি আপলোড হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ‘ভিনা ফ্যান’ (Vina Fan) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই পুনর্গঠন করা নাচের ভিডিওটি। যা বর্তমানে ব্যাপক ভাইরাল ইউটিউব সহ বিভিন্ন রকম প্লাটফর্মে। এর পাশাপাশি ভিডিওটিতে দেখে প্রশংসায় মত্ত হয়েছেন নেটিজেনদের সিংহভাগ। পাশাপাশি লাইক ও শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটিতে।