অসাধারণ সুরে মহম্মদ রফির গান গেয়ে তাক লাগালেন মিলন কুমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
কিংবদন্তি সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির গান গেয়ে ভাইরাল হলেন বর্ধমানের সেই ভাইরাল গায়ক, মিলন কুমার (Milan Kumar)।

এবার কিংবদন্তি সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির গান গেয়ে ভাইরাল হলেন বর্ধমানের সেই ভাইরাল গায়ক, মিলন কুমার (Milan Kumar)। গত বছর শেষেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দারুণ ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), সৌজন্যে তাঁর সৃষ্টি কাঁচাবাদাম (Kachabadam) গানটি। এরপরই তাঁর জয়যাত্রা শুরু হয়। এখন তিনি সোশ্যাল মিডিয়া স্টার। তবে ভুবন বাবুর পরেও তাঁর পথ অবলম্বন করেই ভাইরাল হয়েছিলেন একাধিক সাধারণ মানুষ।
তাঁর মধ্যে একজন বর্ধমানের মিলন কুমার। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ রাজত্ব তাঁর। আসলে বর্তমান যুগের মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারুর গান একবার ভাল লেগে গেলে, তাঁরাই ঝড়ের বেগে ভাইরাল করে দেয় এসব ইউজারদের। সোশ্যাল মিডিয়াকেই এখন সবাই নিজস্ব প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কেউ নিজের প্রতিভার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করছেন। আর কেই কারুর গান ভিডিও বানিয়ে নিয়ে নিজের প্রোফাইল থেকে পোস্ট করছে। সেগুলিই রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। তেমনভাবেই ভাইরাল হয়েছিলেন ‘মিলন কুমার’।
তিনি পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের নিত্যানন্দপুরের অধিবাসী। মিলনের পেশা বর্ধমান-কাটোয়াগামী বিভিন্ন ট্রেনে উপস্থিত হয়ে যাত্রীদের গান শোনানো, এইভাবেই তিনি তিনি অর্থ উপার্জন করতেন, কোনও ট্রেনিং না ছাড়াই কখনও ট্রেনে বা কখনও প্ল্যাটফর্ম গান গেয়ে বেড়ান তিনি। কিছুদিন আগেই তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-র গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। কোনো প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও মিলনবাবুর এহেন সুরেলা গান পরিবেশন করা, সত্যিই প্রশংসাযোগ্য। তাঁকে যাত্রীরা সবাই কিশোর কুমার বা রফি কন্ঠী বলে ডাকেন। সম্প্রতি মিলন কুমারের আরও একটি ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, তিনি মোহাম্মদ রফিজির ‘মেরা মেহবুব আয়া হে’ গানটি গাইছেন, একেবারে নিখুঁতভাবে।
যথারীতি তাঁর গানও মন জয় করে নিয়েছে বহু দর্শকদের। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেআ ঝড়ের বেগে হয় ভাইরাল হয়েছে। তার এই সফলতায় আনন্দিত দর্শকরা কমেন্টে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তার কমেন্ট বক্সে একজন লিখেছেন ‘রানুদি এবং ভুবন কাকা থেকে অনেক ভালো গান পরিবেশন করেছেন, আগামী দিনে সাফল্য কামনা করছি’ , আবার একজন নেটিজেন লিখেছেন ‘ একজন গুণী শিল্পীর যথার্থ সম্মান পাওয়াটা আমার কাছে অত্যন্ত আবেগের ও আনন্দে, শুভেচ্ছা রইল মিলন বাবু’ । জানা গিয়েছে, তিনি নিজের বাবার কাছ থেকেই গানবিষয়ক শিক্ষাগ্রহণ করেছেন।