×

বাড়িতে হঠাৎ ঢুকে পড়েছে বিশালাকার কোবরা সাপ, আতঙ্কে কাঁপছে গোটা পরিবার, ভাইরাল ভিডিও

একটি গৃহস্থালী বাড়ির পাশে কিছু শুকনো খড়কুটো থেকে একটি সাপকে উদ্ধার করছেন সাপ উদ্ধারকার্যে পটু এক ব্যক্তি।

সোশ্যাল মিডিয়া এখন নানা ধরনের ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। শুধু মানুষের বিভিন্ন প্রতিভার ভিডিওই নয়, এর পাশাপাশি জীবজন্তুদের নানান ক্রিয়া-কলাপের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই জীবজন্তুদের মধ্যে বেশি রয়েছে সাপেদের ভিডিও। সাপেদের মধ্যে যুদ্ধ বা সাপের শঙ্খ লাগা এরকম নানা ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে আজকাল গৃহস্থলী থেকে সাপ উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হচ্ছে। সম্প্রতি এরকমই একটি ভিডিওকে নিয়ে চঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

সাপ (Snake), এই নামটির মধ্যে মিশে রয়েছে একটি আতঙ্ক। দেখতে অবলা হলেও মানুষ বরাবর এই প্রাণীটি থেকে দূরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। জলা জঙ্গল সাধারণত সাপেদের বাসস্থান। কিন্তু বর্তমানে জলা জঙ্গল কেটে দেওয়ার কারণে সাপেরা বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে গৃহস্থলীতে। আর এতেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে একটি গৃহস্থালী বাড়ির পাশে কিছু শুকনো খড়কুটো থেকে একটি সাপকে উদ্ধার করছেন সাপ উদ্ধারকার্যে পটু এক ব্যক্তি।

সাপ উদ্ধারকার্যে পটু ওই ব্যক্তির নাম মহম্মদ আরিফ। আরিফ নামক ওই ব্যক্তি অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে খুঁজে বের করে পাকড়াও করে। ভাইরাল ভিডিওটিতে যে সাপটিকে দেখানো হয়েছে সেটি একটি গোখরা প্রজাতির কেউটে সাপ। ইংরেজিতে এই সাপটিকে বলা হয় মনোকল্ড কোবরা (Monocled Cobra) এবং এই সাপটির বৈজ্ঞানিক নাম ‘নাজা কৌথিয়া’ (Naja Kouthia)। এই সাপটি ১৩ পর্যন্ত লম্বা হতে পারে। ভারতের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার এই সাপটি বেশি দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ‘মির্জা মহম্মদ আরিফ’ (Mirza Md Arif) নামক একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ৭ মাস আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১১ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এছাড়া ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যাও প্রচুর। কমেন্ট সেকশনে অধিকাংশ নেটিজেন আরিফ নামক সাপ উদ্ধারকারী ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছে।

Related Articles