×

বয়স শুধু সংখ্যামাত্র, মনের আনন্দে ছেলেবেলার খেলায় মেতে উঠলেন গৃহবধূরা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আমরা এখন যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার স্মৃতি যেন আমাদের কিছুতেই পিছু ছাড়ে না

আমরা এখন যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার স্মৃতি যেন আমাদের কিছুতেই পিছু ছাড়ে না। ছোটবেলার স্কুলের বন্ধুদের সঙ্গে খেলাধুলো, একে অপরের পেছনে লাগা, পাড়ায় বন্ধুদের সঙ্গে মারপিট, তারপর সবাই মিলে একের পর এক আজব আজব খেলাধুলা করা সবটাই যেন এখন অতীত হয়ে গিয়েছে। এই স্টোনচিপের শহরে যেন সবটাই ধোঁয়া হয়ে মিলিয়ে গিয়েছে। ডিজিটাল যুগে বাচ্চাদের খেলাধুলার সঙ্গী এখন একমাত্র মোবাইল ফোন। যার দৌলতে বাচ্চারা মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে ভুলে গিয়েছে।

আমরা এখন সবাই যে যার মতন প্রতিষ্ঠিত। স্কুলের গন্ডী পেরোনোর পরই যেন আস্তে আস্তে সেই ছোটবেলার সঙ্গী আমাদের জীবন থেকে হারিয়ে যেতে থাকে। এরপরই যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাই। এরপর জীবনের ধারাবাহিকতা অনুযায়ী বিয়ে, সংসার, সন্তান সবাইকে ঘিরে আমাদের আলাদা একটা জগত তৈরি হয়ে যায়। এইভাবেই মানুষ একদিন বৃদ্ধা বয়সের খাতায় নাম লেখায়।

কিন্তু মাঝে মধ্যে সংসারের ব্যস্ততার মাঝেও বৃদ্ধ মানুষরা তাঁদের ছোটবেলা খুঁজে পান ছোটবেলার খেলার মাধ্যমে। সেই মোচড়ই যেন তাঁদের জীবনের বাকি বয়সটা অতিক্রম করার এনার্জি দিয়ে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এল এরকমই একটি ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন বৃদ্ধা ঠাকুমা বা গৃহবধূ রাস্তায় খেলতে বসে পড়েছেন। খেলাটির নাম জানা না থাকলেও বৃদ্ধাগুলি যে এই খেলাটি খেলতে গিয়ে নিজেদের ছোটবেলার জীবনে ফিরে গিয়েছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁদের এনার্জির মাত্রা দেখে।

রাস্তায় দুজন বৃদ্ধা একে অপরের পায়ে পা লাগিয়ে বসে আছেন, আর তার ওপর দিয়ে লাফাচ্ছেন এই খেলার বাকি বৃদ্ধা প্রতিযোগিরা। তাঁদের পড়ে যাওয়ার ভয় একটুও নেই, বরং তাঁরা এই খেলাটিকে বেশ আনন্দের সহিত খেলার চেষ্টা করছেন জীবনের সব দুঃখ-কষ্ট ভুলে। The better India নামক একটি ফেসবুক পেইজ থেকে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যাতে এখনও পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে, নেটিজেনরা বৃদ্ধাগুলির এই বয়সে এহেন আনন্দের মুহূর্তকে কুর্নিশ জানিয়েছেন।

Related Articles