×

খাটের নীচ থেকে বেরিয়ে এলো সবুজ রঙের বিষধর সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাড়ির সদস্যরা সবুজ রঙের সাপটির কোনোরকম ক্ষতি না করে ডেকে নেয় প্রশিক্ষণপ্রাপ্ত এক সর্প বিশারদকে।

সোশ্যাল মিডিয়া বিনোদনের এক দুর্দান্ত মাধ্যম হয়ে উঠছে। এই মাধ্যমের দৌলতে পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তের ফটো বা ভিডিও দেখা সম্ভব হচ্ছে। মনোরঞ্জনের জন্য বর্তমানে আর চার দেওয়ালের অন্দরে বসে থাকতে হয় না। সঠিক নেট পরিষেবা ও উপযুক্ত প্রযুক্তি থাকলেই যে কোনো স্থানে বসে মনোরঞ্জন করা যায়। অবসর সময় কাটানোর জন্য এক উপযুক্ত মাধ্যম এই সোশ্যাল মিডিয়া (Social Media)।

এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু অজানা ঘটনা দেখার সুযোগ পাওয়া যায়। কুকুর-বিড়ালের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরণের জন্তু জানোয়ার এমনকি বিরল প্রকৃতির সাপের ভিডিও দেখতে পাওয়া যায়। সাধারণত আশেপাশে ঝোপঝাড়ে বা নালা-নর্দমায় কালো বা গাঢ় বর্ণের সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন রকমের নকশাযুক্ত সাদা, হলুদ বা সবুজ রঙের সাপ দেখতে পাওয়া যায়।

সম্প্রতি সাপের এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে সাপটিকে বেডরুমের খাটের তলায় দেখতে পাওয়া যায়। বাড়ির সদস্যরা সবুজ রঙের সাপটির কোনোরকম ক্ষতি না করে ডেকে নেয় প্রশিক্ষণপ্রাপ্ত এক সর্প বিশারদকে। অনেক কৌশল ও চেষ্টার পরে তিনি সাপটিকে সফলভাবে উদ্ধার করতে পারেন। দাবি করা হয়েছে, সাপটির নাম ‘গ্রীন ভাইন স্নেক’। সবুজ পৃষ্ঠদেশযুক্ত সাদা-কালো আঁশের মতো ছোপ বিশিষ্ট সাপটির নকশা অবাক করে দেওয়ার মতো।

ভিডিও পোস্ট করা হয়েছে ‘নাগলোক’ (Naag Lok) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওর বর্ণনায় দাবি করা হয়, এই প্রকৃতির সাপ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে মতো এলাকায় দেখতে পাওয়া যায়। ভিডিওটি ইতিমধ্যে ১ লক্ষ ৭০ হাজারের মতো মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করেছেন।

Related Articles