সবুজ টিয়ার সাথে জমিয়ে ঝগড়া করছে সাদা টিয়ে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এছাড়া সবুজ টিয়া আমরা সকলে দেখলেও সাদা টিয়া খুব কমই দেখেছি বা হয়তো দেখিইনি।

সোশ্যাল মিডিয়ায় আজকাল অন্য ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এর মাধ্যমে আমরা পৃথিবীর ঘটে যাওয়া নানা ঘটনার সাক্ষী থাকতে পারছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা বিরলতম দৃশ্য দেখতে পাই। মুঠোফোন এখন গোটা পৃথিবীতে আমাদের হাতে মুখে বন্দি করেছে। নানা রকমের মানুষ, তাঁদের কার্যকলাপ থেকে শুরু করে পৃথিবীর সব আশ্চর্য ধরনের পশু-পাখি, গাছপালা সবকিছুর খবর আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ার কারণে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যা নিয়ে ইতিমধ্যে ছড়িয়েছে চঞ্চল্য।
নানা ধরনের পশু পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। পাখিদের মধ্যে উন্নত জাতের পাখি হলো টিয়া। টিয়া পাখির একাধিক ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মানুষের মত কথা বলতে পারা গান গাওয়া ইত্যাদি করার কারণে এই পাখি পোষ্য হিসেবে খুবই ভালো। সম্প্রতি দুটি টিয়া পাখির ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে টিয়া পাখি দুটি অন্য জাতের। মানে দুটো এক জাতের টিয়া পাখি নয়। এই টিয়া সাধারণত দেখা যায় না।
সোশ্যাল মিডিয়ার পাতায় যে দুটি টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে তাদের মধ্যে একটি সাদা রংয়ের এবং অন্যজনের রং সবুজ। এই দুই White ring neck parrot আর green ring neck parrot কে একসাথে বসে থাকতে দেখা যায়। বোঝা যাচ্ছিল যে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করছে। কিন্তু হঠাৎই তাদের মধ্যে কোনো কারণে ঝগড়া লেগে যায়। এরপর দেখা যায় ওই পাখি দুটির মালিক একজনকে আদর করতে শুরু করলে অন্যজন হিংসে করে তাঁর দিকে তেড়ে এসে ঠোঁটে ঠোঁট দিয়ে যুদ্ধ করতে শুরু করে।
দুটি পাখির মধ্যে ঘটা এই বিরলতম দৃশ্য সাধারণত খুব একটা দেখা যায় না। এছাড়া সবুজ টিয়া আমরা সকলে দেখলেও সাদা টিয়া খুব কমই দেখেছি বা হয়তো দেখিইনি। ‘Green Parrot’ নামে এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটিকে নেটিজেনরা অত্যন্ত পছন্দ করেছে। সেই কথা তাঁরা মন্তব্য করে জানিয়েছেন ভিডিওটির কমেন্ট সেকশনে।