×

Viral Video : হলুদ শাড়ি পরে ‘ঠুমকা’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

'তু ঝুটি ম্যা মাক্কার' সিনেমার জনপ্রিয় হিন্দি গান 'ঠুমকা'তে নৃত্য করলেন সুন্দরী যুবতী।

Viral Video :  সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমানে যোগাযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে পৃথিবীর এক প্রান্তের মানুষ অপর প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছে। খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ ফটো (Photo) ও ভিডিও (Viral Video) পাঠাতে পারছে। উপযুক্ত নেট পরিষেবা ও সঠিক প্রযুক্তি কাছে থাকলেই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরো দুনিয়া হাতের মুঠোয় চলে আসছে।

Viral Video

বর্তমানে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। উক্ত প্ল্যাটফর্মগুলোর দৌলতে খুব সহজেই শিল্পীরা নিজের প্রতিভার প্রচার ঘটাতে পারছেন। প্রচারের সঠিক জ্ঞান ও সুদক্ষ পরিকল্পনা থাকলেই শিল্পীরা আগের তুলনায় অনেক সহজে নিজেদের প্রতিভা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছেন। আবার শুধুমাত্র সাধারণ মানুষই নয়, তারকাদেরও আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেখা যাচ্ছে।

এখানে দেখুন : সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে বিদেশে শহরের বড়ো বড়ো অট্টালিকার মাঝে নদীর ধারে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। যুবতীর পরণে ছিল হলুদ রঙের শাড়ি ও ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। চুল ছিল খোলা, মাথা থেকে কোমর পর্যন্ত ঝর্ণার মতো পড়ে থাকতে দেখা যায় ঢেউ খেলানো চুল। কোনো অতিরিক্ত সাজগোজ নয়, কানে একটা দুল ও হাতে ব্রেসলেট পরে ‘তু ঝুটি ম্যা মাক্কার’ সিনেমার জনপ্রিয় হিন্দি গান ‘ঠুমকা’তে নৃত্য করলেন সুন্দরী যুবতী।

Viral Video :

 

View this post on Instagram

 

A post shared by Vrushika Mehta (@vrushyy)

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভ্রুশিকা মেহতা’ (Vrushika Mehta)-এর ইনস্টাগ্রাম আইডি থেকে। এই প্রতিভাধারী শিল্পীকে পুরো শ্রদ্ধা কাপুরের মতোই নৃত্য প্রদর্শন করতে দেখা যায় ভিডিওটিতে। ভ্রুশিকার ‘ঠুমকা’ দেখে রীতিমতো ঘায়েল হয়ে গেছেন নেটিজেনরা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। এর লাইকের সংখ্যা প্রায় ১ লক্ষ পেরিয়ে গেছে।

Related Articles