×

Viral Video : শারীরিক গঠনের পরোয়া না, সমলোচকদের তুড়ি মেরে উদ্দাম নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

রঙের বেনারসি শাড়ি পরে দক্ষিণী সিনেমার গানে অসাধারণ নাচ করে তাক লাগালেন এক যুবতী। ।

Viral Video : সোশ্যাল মিডিয়ার মুঠোয় আজ গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায়র টাইমলাইন পর্যবেক্ষণ করলেই নেটাগরিকদের নাম রকমের কর্মকাণ্ড দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ মনোরঞ্জন করতে পারেন, তেমনই বহু মানুষ এই মাধ্যম ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য আজকাল অনেকে ভাইরালও হয়ে যায়।

Viral Video

সোশ্যাল মিডিয়া সমাজের এক ধরণের আয়নারূপে কাজ করে। এই সোশ্যাল মিডিয়ায় কখনও প্রশংসার বৃষ্টি হয়, আবার কখনও কটাক্ষপূর্ণ মন্তব্যের বন্যা বইতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের হাত ধরেই অনেকে সফলতার শিখরে পৌঁছে গেছেন। অনেক মানুষ আছেন, যাঁরা এই মাধ্যমের দৌলতে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের ইমারত প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই বাক্যের জলজ্যান্ত উদাহরণ হল দিব্যা বিক্রম (Divya Vikram)।

এখানে দেখুন :  বাড়ির ছাদে ভিজে শাড়িতে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video

নিজস্ব ইউটিউব চ্যানেলে ও ইনস্টাগ্রাম আইডিতে ( Viral Video) ভিডিও আপলোড করে থাকেন দিব্যা বিক্রম। ভিডিওগুলোতে দুর্দান্ত নৃত্য পরিবেশন করে থাকেন তিনি। শারীরিক গড়ন স্থূলকায় হলেও তিনি এনার্জিতে ভরপুর। অনেকেই তাঁর ওজনকে তাঁর দুর্বলতার নজরে দেখেন। কেউ কেউ তাঁর নাচ দেখে ট্রোলও করেন। কিন্তু তিনি মিষ্টি হাসি ও এনার্জিকে হাতিয়ার করে সমস্ত কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নৃত্য পরিবেশন করে থাকেন।

সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি আপলোড করা হয়েছে তাঁর ইনস্টাগ্রাম আইডি ‘স্ন্যাজি তামিলাচি’ (Snazzy Tamilachi) থেকে। ভিডিওটিতে তাঁকে কারুকার্য করা নীল রঙের ব্লাউজ ও সবুজ রঙের বেনারসি শাড়ি পরে দক্ষিণী সিনেমার গানে অসাধারণ নাচ করতে দেখা যায়। ভিডিওতে তাঁর পুরো শরীর জুড়ে ছিল দক্ষিণী ডিজাইনের স্বর্ণ রঙের অলংকার। চোখে কাজল ও ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল দেখতে।

Viral Video :

তাঁর নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটাগকরিকরা। পোস্টটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। ভিডিওটি নেটিজেনদের এতটাই পছন্দ হয়ে গেছে যে, ভিউয়ার্সের সংখ্যা প্রায় ১৫ লক্ষ ছাড়িয়ে গেছে।

Related Articles