Viral Video : নদীর পারে শাড়ি পরে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সাধারণ শাড়ি পরে খোলা আকাশের নিচে নদীর ধারে সম্পুর্ণ আড়ম্বরহীনভাবে অনবদ্য নৃত্য প্রদর্শন করেন তিনি। নৃত্য শৈলীতে নিপুণতা তাঁর প্রত্যেক অঙ্গিভঙ্গিতে ফুটে উঠেছে।

Viral Video : সময়ের স্রোতে পরিবর্তিত হয়েছে সবকিছু। মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। একইসঙ্গে পরিবর্তন দেখা গেছে মানুষের পছন্দ ও রীতিনীতিতেও। পূর্বে আঞ্চলিক ও জাতীয় নৃত্য শৈলীর দেখা মিলত নৃত্য প্রদর্শনে। মানুষ সাঁওতালি, ঝুমুর, ছৌ, বাউল, কীর্তন, টুসু, গাজন, মুন্ডরী, বৃতা প্রভৃতি নৃত্যের সাক্ষী হওয়ার সুযোগ পেত। বর্তমানে মানুষের পছন্দের তালিকায় যোগ দিয়েছে কনটেম্পোরারি, ওয়াইল্ড কনটেম্পোরারি, ব্যালেট, জ্যাজ়, সালসা, ব্রেক ড্যান্সিং, ট্যাপ ড্যান্স প্রভৃতির মতো বিদেশী ডান্স ফর্মগুলো।
Viral Video :
তবে অনেকেই আছেন, যারা স্থানীয় নৃত্য শৈলীকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান। এই মর্মে তাঁরা নৃত্যশৈলী শেখেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের সামনে তুলেও ধরেন। পাশ্চাত্য প্রভাবের মাঝেও দেশীয় নৃত্য শৈলীকে আজও অনেকে জীবিত রেখেছেন। বহু নৃত্য শিল্পী আছে, যাঁরা এখনও বিভিন্ন লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্যর প্রশিক্ষণ নেন ও ইনস্টাগ্রাম বা ইউটিউবের হাত ধরে তা দর্শকদের কাছে তুলে ধরেন।
এখানে দেখুন : সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এইরকমই এক শিল্পী হলেন ঝিলিক দত্ত সিংহ রায়। এই শিল্পী আঞ্চলিক নৃত্য শৈলীতে দক্ষতা অর্জন করেছেন। ‘ঝিলিক দত্ত সিংহ রায়’ (Jhilik Dutta Singha Roy) নামে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেল থেকে তিনি নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে তাঁকে প্রাকৃতিক পরিবেশের মাঝে সাঁওতালি গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। সাধারণ শাড়ি পরে খোলা আকাশের নিচে নদীর ধারে সম্পুর্ণ আড়ম্বরহীনভাবে অনবদ্য নৃত্য প্রদর্শন করেন তিনি। নৃত্য শৈলীতে নিপুণতা তাঁর প্রত্যেক অঙ্গিভঙ্গিতে ফুটে উঠেছে।
Viral Video :
মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঝিলিক দত্ত সিংহ রায়ের শিল্পীসত্ত্বা দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। ভিডিওটিতে ভিউয়ার্সের সংখ্যা ২.৯ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।