Viral Video : বাড়ির ছাদে ভিজে শাড়িতে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ভিজে শাড়িতে 'টিপ টিপ বরসা পানি' গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

Viral Video : সোশ্যাল মিডিয়া আজকাল অবসর সময় কাটানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে খুব সহজেই এক ক্লিকে মনোরঞ্জন করা সম্ভব হয়ে উঠেছে। ভৌগোলিক সীমানার উর্দ্ধে দেশ-বিদেশ নির্বিশেষে নানান ধরণের ফটো ও ভিডিও দেখতে পাওয়া যায়। এই সমস্ত ফটো বা ভিডিওর মাধ্যমে যেমন একদিকে মনোরঞ্জন করা যায়, তেমনই অপরদিকে সঠিক ফটো বা ভিডিও চয়ন করতে পারলে জ্ঞান অর্জনও করা সম্ভব হয়।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল ভিডিওর (Viral Video) সংখ্যা কম নয়। জ্ঞানমূলক ভিডিও, প্রতিভামূলক ভিডিও, হাস্যরসাত্মক ভিডিও প্রভৃতিতে ছেয়ে থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়া। তবে এর মধ্যে যে প্রকৃতির ভিডিও সর্বদাই ট্রেন্ডিংয়ে থাকতে দেখা যায়, সেটি হল বিনোদনমূলক ভিডিও। সিনেমা বা ধারাবাহিকের নানান রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলেই নেটিজেনদের নজর কাড়ে। ফলস্বরূপ, কমেন্ট ও প্রতিক্রিয়ার জেরে ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে দেখা যায়। সম্প্রতি বলিউডের এক জনপ্রিয় গানেই নায়িকার মতো দুর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিলেন এক যুবতী।
এখানে দেখুন : জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ভিডিওটিতে এক যুবতীকে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহ্রা’ (Mohra) সিনেমার ‘টিপ টিপ বর্ষা পানি’ (Tip Tip Barsa Pani) গানেতে নায়িকা রবিনা টন্ডনের মতো ভিজে শাড়ি পরে জল ছিটিয়ে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এক্ষেত্রে বৃষ্টি না হলেও উষ্ণতার আমেজ সৃষ্টি করতে দেখা যায় সুন্দরী যুবতীকে। ভিডিওটিতে তাঁর পরণে ছিল গোলাপী রঙের ব্লাউজ ও হালকা খয়েরি রঙের শাড়ি। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কানে মানানসই দুল ও ভিজে চুলে যুবতীকে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে।
Viral Video :
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রিদমিক স্কোয়াড’ (Rhhythmic Squad) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। জানা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম পল্লবী জানা (Pallabi Jana)। পুনম নস্করের (Punam Naskar) কোরিওগ্রাফিতে তিনি নৃত্য প্রদর্শন করেন বলে জানা গেছে। এই ভিডিও প্রায় ১ লক্ষের মানুষ দেখে ফেলেছেন এবং হাজারে হাজারে মানুষ পছন্দ করেছেন।