Viral Video: বাড়ির উঠোনে হরিয়ানভি গানের তালে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও
হরিয়ানভি গানেতে দুর্দান্ত নাচ পেশ করলেন এক যুবতী। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় 'তু কালি নাগিন সে' (Tu Kali Nagin Se) গান। এই গান হরিয়ানভি ভাষারই গান।

Viral Video: ভারত নানান ভাষার মানুষ বসবাস করেন। নানা ভাষায় মানুষ কথা বলেন। এমনকি বিনোদনও একটি মাত্র ভাষায় সীমাবদ্ধ নেই। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, হরিয়ানভি, পাঞ্জাবি সহ নানান ভাষায় গান, সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজ তৈরি হতে দেখা যায়। শ্রোতা ও দর্শক বিপুল সংখ্যায় উপালব্ধ থাকার কারণে সমস্ত ভাষার কন্টেন্টের চাহিদাই তুঙ্গে থাকতে দেখা যায়।
আজকাল সাধারণত কোনো গান ভাইরাল (Viral Song) হলেই সেটির ডিজে রিমিক্স তৈরি করতে দেখা যায়। সেই গান পাঞ্জাবের হোক বা রাজস্থানের, ভাইরাল হতে দেখা গেলেই কিছু সময়ের মধ্যে গানগুলোতে ডিজে রিমিক্সের বিট শুনতে পাওয়া যায়। এই গানগুলোর বেশ চাহিদাও আছে। বাজারে এলেই নিমেষে ভাইরাল হতে দেখা যায়। বিয়েবাড়ি বা পিকনিকে বর্তমানে এই গানগুলোরই রাজত্ব।
এখানে দেখুন : গ্ৰাম্য পরিবেশে মাথায় ঘোমটা নিয়ে দুর্দান্ত নাচ ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও
সম্প্রতি হরিয়ানভি ভাষার গানযুক্ত এক ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল সৃষ্টি করল। হরিয়ানভি গানেতে দুর্দান্ত নাচ পেশ করলেন এক যুবতী। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘তু কালি নাগিন সে’ (Tu Kali Nagin Se) গান। এই গান হরিয়ানভি ভাষারই গান। যুবতীর হটনেস দেখে কাবু হয়েছেন একাধিক। লাল পোশাক পরে অসাধারণ নাচ প্রদর্শন করলেন তিনি। যুবতীর মেদহীন শরীর সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। শরীরি হিল্লোল, কোমরের ঠুমকা ও অঙ্গিভঙ্গির পারদর্শীতা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Viral Video:
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাসেল ডান্স বিডি’ (Rasel Dance BD) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৮.৭ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।