Viral Video : দীপিকা পাড়ুকোনকেও টেক্কা! ‘পাঠান’ ছবির সুপারহিট গানে উদ্দাম নাচ যুবতীর, ভাইরাল ভিডিও
তরুণীকে খোলামেলা পোশাকে জনপ্রিয় হিন্দি গানেতে নাচ করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় 'পাঠান' সিনেমার 'বেশরম রং' (Besharam Rang) গান।

Viral Video : সোশ্যাল মিডিয়ার প্রতিভা প্রচারের এক দুর্দান্ত মাধ্যম হয়ে উঠেছে। প্রচারকার্যের সঠিক শিক্ষা ও জ্ঞান থাকলে আগের তুলনায় অনেক সহজেই প্রতিভার প্রচার ঘটানো সম্ভব হচ্ছে। সঙ্গে যদিও সঠিক প্রযুক্তি ও উপযুক্ত নেট পরিষেবাও থাকাও বাধ্যতামূলক। অনেক সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীদের আজকাল প্রচারের জন্য এই মাধ্যমকে ব্যবহার করতে দেখা গেছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে এক তরুণীকে খোলামেলা পোশাকে জনপ্রিয় হিন্দি গানেতে নাচ করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ (Besharam Rang) গান। এই গানের তালে অসাধারণ ভঙ্গিমায় তরুণীকে ‘পাঠান’ সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের ‘হুক স্টেপ’ অনুসরণ করতে দেখা গেছে।
পরণে তাঁর ছিল বেশ আকর্ষণীয় পোশাক, পেট ছিল উন্মুক্ত। শরীরের ঊর্ধ্বভাগে ছিল ডার্ক চকোলেট কালারের ঝলমলে ব্রালেট এবং নিম্নভাগে ছিল কালো রঙের হালকা ঢিলেঢালা ফুল লেন্থ স্কার্ট। মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, কানে মানানসই রিং, বাতাসের তালে উড়তে থাকা খোলা চুলে তরুণীকে অপরুপ সুন্দরী লাগছিল দেখতে। তরুণীকে দেখতে এতই সুন্দর লাগছিল যে, ভিডিও থেকে নজর সরাতে পারেননি নেটিজেনরা।
এখানে দেখুন : বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ঝড়ের গতিতে ভাইররাল ভিডিও
তরুণীর চাউনিতে ঘায়েল হলেন বহু নেটিজেন। তাঁর মোহময়ী সৌন্দর্য ও শরীরি আবেদনের সাক্ষী হয়ে ঘাম ঝরেছে বহু দর্শকের। তরুণী যে নাচে বেশ প্রশিক্ষিত তা নৃত্য শৈলী প্রদর্শনের পারদর্শীতা দেখেই বোঝা যায়। দুর্দান্ত ভঙ্গিমা ও নাচের দৌলতে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন যুবতী।
Viral Video :
View this post on Instagram
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘তনু রাজপুত’ (Tanu Rajput) নামক একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। এই ভিডিওটি নেটিজেনদের এমন দৃষ্টি আকর্ষণ করেছে যে, এর লাইক ও ভিউয়ার্সের সংখ্যা কয়েক হাজার অতিক্রম করে ফেলেছে।