আস্ত একটি ছাগলকে হঠাৎ পেঁচিয়ে ধরল বিশালাকার পাইথন সাপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া
বিশালাকৃতি পাইথন সাপকে এক জীবিত ছাগলকে পেঁচিয়ে নিজের ভোজন বানানোর চেষ্টা করতে দেখা যায়।

সাপের প্রতি ভয় হয়তো এই জগতের সমস্ত প্রাণীকুলেরই আছে। পোষ্য হোক বা বন্য, আকারে ছোট হোক বা বিশালাকার, প্রায় সমস্ত প্রাণীদের মনেই ত্রাসের সঞ্চার ঘটিয়ে রেখেছে সাপ (Snake)। বিষের উপস্থিতি অনুযায়ী সাপ একাধিক দলে বিভক্ত। কোনো সাপের বিষ রয়েছে, আবার কোনো সাপের বিষ নেই। বিষের প্রকৃতি অনুযায়ীও নানান ধরণের সাপ দেখা যায়।
এই জগতে এমন কিছু সাপ রয়েছে যারা বিষাক্ত ও প্রাণঘাতী। এই বিভাগে যারা মুকুট ধারণ করে রয়েছে, তাদের মধ্যে পাইথন অন্যতম। এই সাপ ছোবল মারলেই মানুষ মৃত, চিকিৎসার সময়ও পাওয়া যায় না। বর্তমানে পাইথন সাপের রাজত্ব শুধুমাত্র বন-জঙ্গলে নেই। এই সাপের বসবাস আজকাল সোশ্যাল মিডিয়াতেও। চারিদিকে তাকালেই পাইথন সাপের কার্যকলাপের ভিডিওর ছড়াছড়ি। এই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম। ফলস্বরূপ, ভিডিওগুলো মাঝে মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি পাইথনের এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওয়াজে’ (Waje) নামক একটি ফেসবুক পেজ থেকে। ভিডিওটিতে এক বিশালাকৃতি পাইথন সাপকে এক জীবিত ছাগলকে পেঁচিয়ে নিজের ভোজন বানানোর চেষ্টা করতে দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায় এক অজগর সাপ শিকারের অপেক্ষায় রয়েছে। ভিডিও এগোলে দেখা যায়, সাপটি একটি ছাগলকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যায় ও নিজের বিশেষ কৌশল প্রয়োগ করার চেষ্টা করে।
একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে সাপটি ছাগলটির শিকার করার চেষ্টা করে। এই অবস্থায় ছাগলটি নিজের সর্বশক্তি প্রয়োগ করেও নিজেকে সাপের কবল থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। ঠিক এই সময়ে ৩টে বালক ঘটনাস্থলে এসে পৌঁছালে তাঁরা প্রথমে আতঙ্কিত হয়ে গেলেও পরে ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করে। ওই মুহূর্তে মূলত একজন ছাগলকে এবং অপরজন সাপকে টানতে থাকে। বালকগুলোর সেই প্রচেষ্টা অবশেষে সফল হয়। ছাগলটি সাপের কবল থেকে মুক্তি পায়। এই ভিডিওটি ইতিমধ্যে ৮৯ মিলিয়ন মানুষ দেখে ফেলছেন এবং ৭৯৭ হাজার মানুষ পছন্দ করেছেন।