বাড়ির ছাদে জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ চার সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জনপ্রিয় বাংলা গানে নাচ করলেন চার সুন্দরী যুবতী।

বর্তমানে মানুষকে আপডেট করার প্রধান উপাদান হল মোবাইল ফোন, যার দ্বারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব সহজেই সংযোগ হচ্ছে আমাদের। আর যা আমাদেরকে গোটা দুনিয়া ঘোরার পাশাপাশি বিভিন্ন দক্ষ প্রতিভার সঙ্গেও পরিচয় করাচ্ছে আমাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল নতুন কয়েকজন যুবতীর প্রতিভার ভিডিও! আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কি না হয়, এতদিন মানুষের প্রতিভা শুধুমাত্র টিভি বা রেডিওতে আটকে থাকত আর এখন সোশ্যাল মিডিয়ায় ইউনিক কোনও ভিডিও এলেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে।
আর একবার কিছু ভাইরাল হলেই তা এক্কেবারে মাসের পর মাস থেকে ভাইরাল হতে থাকে। যেমন, ইন্টারনেটের মাধ্যমে রানু মন্ডল (Ranu Mondal) এবং ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) ভাইরাল হয়েছিল। তাই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নানা ধরনের প্রতিভাবান শিল্পীদের নিদর্শন পাওয়া যায়। যে কেউ নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য বেছে নিচ্ছে নেট দুনিয়াকে। তবে নেটদুনিয়ার পাতায় সব থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে নানান নৃত্যশিল্পী দের ভিডিও।
যারা প্রায়শই নিজেদের নৃত্যশৈলী তুলে ধরছে এখানে। নিত্যনতুন ট্রেন্ডিং গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হল জনপ্রিয় চার বোনের জুটির আরও একটি দুর্দান্ত নাচের ভিডিও। তাঁদের নাম The Shukla sisters। প্রায়শই নিত্যনতুন নাচের মাধ্যমে সাইবারবাসীদের নজর কেড়ে নেয় তাঁরা। সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রামে রিলসে দেখা গিয়েছে, চার বোনকে চারটি রঙের শাড়ি পরে খোলা আকাশের নিচেই দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। খুবই সাধারণ স্টেপে তাঁরা নাচলেও খুব অসাধারণ দেখাচ্ছিল তাঁদের।
View this post on Instagram
সবথেকে বেশি নজর কেড়েছিল, তাঁদের অনবদ্য স্টাইল স্টেটমেন্ট, ড্রেসিং সেন্স এবং বন্ডিং। তাঁদের এই নাচের সঙ্গে দুর্দান্ত অঙ্গিভঙ্গির সম্ভার, অঙ্গপ্রত্যঙ্গের পারদর্শীতা, শরীরের হিল্লোল সবটাই নজরকাড়া ছিল। এছাড়াও ছিল দুর্দান্ত এক্সপ্রেশনেরও চমক। যা দেখে নেটিজেনরা রীতিমতন তাজ্জব হয়ে গিয়েছেন। সম্প্রতি The Shukla sister নামক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। যাতে এখনো পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে