৯০ দশকের সুপারহিট গানে রঙবেরঙের শাড়ি পরে উদ্দাম নাচ চার সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
জনপ্রিয় হিন্দি গানে অসাধারণ নাচ চার সুন্দরী যুবতীর।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক মানুষ নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারছে। দেশ বিদেশের বহু ভিডিও প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে। বর্তমানে সাধারণ মানুষ মোবাইলকে বিনোদনের মাধ্যম হিসেবেই বেশি দেখে। আবার অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রকাশ করেন। যার মাধ্যমে অনেকে প্রশংসা আবার অনেকে সমালোচনার শিকার হন। অর্থাৎ ভালো-মন্দ উভয় মিলিয়েই চলে সোশ্যাল মিডিয়া।
অনেকসময় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যাক্তির নাচ বা গান রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। নিজেদের প্রতিভার মাধ্যমে অনেক মানুষ প্রচুর জনপ্রিয়তাও লাভ করেছে। প্রতিভা প্রকাশের জন্য ইউটিউব এর থেকে ভালো মাধ্যম আর হয়না। বর্তমান প্রজন্ম ইউটিউবকে পেশা হিসেবেও দেখছে। সম্প্রতি সেরকমই চার সুন্দরী যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আর যা দেখে রিতিমতো আপ্লুত নেটিজেনদের সিংহভাগ।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই চারজন সুন্দরী যুবতী বলিউডের জনপ্রিয় ‘ধক ধক কারনে লাগা’ গানে নৃত্য পরিবেশন করছেন। তাঁদের চারজনের পরনে রয়েছে হলুদ, লাল, সবুজ ও নীল রঙের শাড়ি। চারজনের শাড়ির রং আলাদা হলেও ব্লাউজের রং এক। এছাড়াও তারা একই ধরনের সেজেছেন। ফলে চারজনকেই লাগছে অপূর্ব। চারজনের নাচের প্রতিভা ছাড়াও তাঁদের রূপের কারণে প্রশংসিত হয়েছেন সোশ্যাল মাধ্যমে।
‘Kabita Shakya’ নাটক একটি ইউটিউব চ্যানেল থেকে বছর তিনেক আগে চার যুবতীর এই নাচের ভিডিওটি আপলোড করা হয় যা বর্তমানে ব্যাপক ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটি পুরোনো হলেও নতুন করে ভাইরাল হতে আবার নজর কেড়েছে ওই চার যুবতীর নাচ। বর্তমানে প্রায় ১৮ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন। এছাড়াও ভিডিওটিতে লাইক করেছেন প্রায় এক লক্ষের বেশি মানুষ। ওই চার যুবতীর নাচ দেখে অনেকে তাঁদেরকে বলি ডিভা মাধুরী দীক্ষিতের সাথে তুলনা করেছেন।